কোভিড: ১৮ বছরের ঊর্ধ্বে টিকা ছাড়া চলাফেরায় নিষেধাজ্ঞা সম্পর্কিত বক্তব্য প্রত্যাহার করে নিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আ ক ম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

ছবির উৎস, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

ছবির ক্যাপশান, আ ক ম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আঠারো বছরের বেশি বয়সীরা টিকা ছাড়া বের হতে পারবেন না বলে যে বক্তব্য দিয়েছিলেন, শেষপর্যন্ত সেই বক্তব্য তিনি আজ প্রত্যাহার করে নিয়েছেন।

তার এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা বা বিতর্কের সৃষ্টি হয়েছিল।

মি: হক বিবিসিকে বলেছেন, "টিকা নেয়া ছাড়া আঠারো বছরের ঊর্ধ্বে কেউ ১১ই অগাস্ট থেকে বের হতে পারবে না বলে যে বক্তব্য প্রচার করা হয়েছে, তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।"

একইসাথে তিনি বলেছেন, আঠারো বছরের উর্ধ্বে সকল ব্যক্তিকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। এটা তাদের সরকারের অবস্থান।

মঙ্গলবার বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকের পর এক সংবাদসম্মেলনে মন্ত্রী মি: হক বলেছিলেন, ১১ই অগাস্ট থেকে আঠারো বছরের বেশি বয়সী কেউ টিকা না নিয়ে বের হলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে।

সেজন্য তিনি তাদের বৈঠকে একটি অধ্যাদেশ জারির সিদ্ধান্ত নেয়ার কথাও তুলে ধরেছিলেন।

এমন বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

তবে মঙ্গলবার মধ্যরাতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদবিজ্ঞপ্তি দিয়ে বলা হয় যে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্যের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় একমত নয়।

সেই বার্তায় বলা হয়েছে, "টিকা নেয়া ছাড়া আঠারো বছরের উর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে বলে যে সংবাদটি প্রচার করা হচ্ছে, তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়নি। ঐ বক্তব্যের যে তথ্য প্রচারিত হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করা হয়েছে।

আজ মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রী নিজেই তার বক্তব্য প্রত্যাহার করে নেন।

কিন্তু মি: হক বক্তব্য প্রত্যাহারের কারণ সম্পর্কে কোন প্রশ্নের জবাব দেননি।

তার বক্তব্য প্রত্যাহার নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।