কোভিড: বাংলাদেশে করোনা ভাইরাসে একদিনে ১৩২ জনের মৃত্যু, শনাক্তের হারও বাড়ছে

ছবির উৎস, Getty Images
বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৩২জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
অন্যদিকে, নতুন করে ৮ হাজার ৪৮৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৮.২৭ শতাংশ।
গতকাল কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ১৪৩ জন, যেটি এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এ নিয়ে আজকে পর্যন্ত করোনাভাইরাসে পরপর ছয় দিন একশো'র বেশি মৃত্যুর ঘটনা ঘটলো।
বিবিসি বাংলায় আরো পড়ুন:
সরকারের স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন খুলনায়,৩৫ জন। এরপরই ঢাকায় ৩০, রাজশাহীতে ২৪ এবং চট্টগ্রামে ২৪ জন মারা গেছেন।
এর আগের দিনেও সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল খুলনায় (৪৬ জন)। এরপরই মৃত্যুর দিক দিয়ে এগিয়ে ছিল ঢাকা (৩৫ জন), রাজশাহী ১৯ (জন) এবং চট্টগ্রাম (১৫ জন)।
স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ১২জনের। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৮.২৭ শতাংশ।
আগের দিন ৩২ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। নমুনা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৫.৯০ শতাংশ।
সব মিলিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে ৯ লাখ ৩০ হাজার ৪২ জন শনাক্ত হয়েছেন।
আর এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ৭৭৮ জন।
কয়েকদিন ধরেই বাংলাদেশে রোগী শনাক্তের হার ২০ শতাংশের উপরে থাকছে।
বর্তমানে বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৪০টিই সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর বলছে।
ঈদের পর থেকে ভারতের সীমান্তবর্তী জেলাগুলোতে দ্রুত রোগী বাড়তে থাকে।
বাংলাদেশে এখন সংক্রমণের ৮০ শতাংশই ডেল্টা ভেরিয়েন্ট বলে সরকারের একটি গবেষণায় জানা গেছে।
এমন প্রেক্ষাপটে গতকাল থেকে এক সপ্তাহের জন্য বাংলাদেশে কঠোর লকডাউন শুরু হয়েছে।
এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of YouTube post








