আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কোভিড: বাংলাদেশে করোনা ভাইরাসে একদিনে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু, শনাক্তের হার আরও বেড়েছে
বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় এ যাবতকালের মধ্যে সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এই সংখ্যা ১৪৩ জন। এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এর আগে গত রবিবার কোভিডে ১১৯ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।
এ নিয়ে করোনাভাইরাসে পরপর পাঁচ দিন একশো'র বেশি মৃত্যুর ঘটনা ঘটলো।
সরকারের স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন করে ৮ হাজার ৩০১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। গতকালের ঘোষণায় অধিদপ্তর রেকর্ড শনাক্তের খবর দিয়েছিল।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন খুলনায়, ৪৬ জন। এরপরই ঢাকায় ৩৫, রাজশাহীতে ১৯ এবং চট্টগ্রামে ১৫ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৫.৯০ শতাংশ।
সব মিলিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন শনাক্ত হয়েছেন।
আর এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ৬৪৬ জন।
কয়েকদিন ধরেই বাংলাদেশে রোগী শনাক্তের হার ২০ শতাংশের উপরে থাকছে।
২৭শে জুন এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১১৯ জন।
এর আগে ১৯শে এপ্রিল এক দিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
সম্পর্কিত খবর:
বর্তমানে বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৪০টিই সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর বলছে।
ঈদের পর থেকে ভারতের সীমান্তবর্তী জেলাগুলোতে দ্রুত রোগী বাড়তে থাকে।
বাংলাদেশে এখন সংক্রমণের ৮০ শতাংশই ডেল্টা ভেরিয়েন্ট বলে সরকারের একটি গবেষণায় জানা গেছে।