আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কোভিড: করোনাভাইরাসে শনাক্ত মানুষের সংখ্যা ৮ লাখ ছাড়ালো বাংলাদেশে।
বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭শ ১০ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা আট লাখ ছাড়ালো।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬১৯ জনে।
কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়।
এই সময়ে প্রায় ১৮ হাজার ৮৬২টি নমুনা পরীক্ষা করে আক্রান্তের এই সংখ্যা পাওয়া যায়।
২০২০ সালের ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর পর এ বছরের মার্চ মাসে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দ্বিতীয় দফায় বাড়তে শুরু করে।
এপ্রিল মাসে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় ২৪ শতাংশে পৌঁছায়।
সেই পটভূমিতে সরকার এপ্রিলের পাঁচ তারিখ থেকে লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়।
এরপর গত কয়েকদিন ধরে সংক্রমণের হার কমতে শুরু করে।
এখন স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, নমুনা পরীক্ষার বিপরীতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯.৪১ শতাংশ। আর এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৪৬ শতাংশ।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুহার দাঁড়িয়েছে ১.৫৮ শতাংশে। আর ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার শতকরা ৯২.৪৮ শতাংশ।
এই মুহূর্তে দেশের ৫০৩টা পরীক্ষাগারে করোনাভাইরাস নমুনা পরীক্ষা করা হচ্ছে।