কোভিড: দুই সপ্তাহের ব্যবধানে আবার বেড়েছে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হলো ১২ হাজার ৪৪১ জনের।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ নয়ই মে ৫৬ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

দুই সপ্তাহের ব্যবধানে আবার মৃত্যুর সংখ্যা ৪০ জনে দাঁড়িয়েছে। এর আগে সোমবার মৃত্যুর সংখ্যা ছিল ২৫ জন।

সেই সঙ্গে শনাক্তের সংখ্যাও বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ১,৬৭৫ জন। গত দুই সপ্তাহ পর একদিনে এতো শনাক্ত হলো। এ নিয়ে বাংলাদেশে মোট শনাক্ত হলেন ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জন।

এর আগে সাতই মে ১ হাজার ৬৮২ জন শনাক্ত হয়েছিল।

শনাক্তের হার বেড়ে আবার দাঁড়িয়েছে ১০.০৮ শতাংশে। এপ্রিল মাস নাগাদ এই হার দশের নিচে নেমে এসেছিল।

বিবিসি বাংলায় আরো পড়ুন

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬২৪টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,২৭৯ জন আর মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৮১০ জন।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের আটই মার্চ।

এরপর অগাস্ট মাস নাগাদ শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করে। তবে এই বছরের মার্চ মাস নাগাদ শনাক্ত রোগীর ও মৃত্যুর সংখ্যা আবার বাড়ে।

বিবিসি বাংলার অন্যান্য খবর: