করোনা ভাইরাস: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৬০ জনের, নতুন শনাক্ত হলো আরও ১৪৫২ জন

করোনাভাইরাস পরীক্ষা

ছবির উৎস, Getty Images

বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,৪৫২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এই সময়ের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০ জন।

এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ১১,৫১০ জনের মৃত্যু হল।

আর বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে এ পর্যন্ত মোট শনাক্ত হলেন মোট সাত লাখ ৬০ হাজার ৫৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,২৪৫ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬,৮৪,৬৭১ জন।

এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,১১৭টি।

গত বছর ৮ই মার্চ স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ঘোষণা করে যে বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর কোভিড-১৯ রোগে মৃত্যুর কথা প্রথম ঘোষণা করা হয় সে বছরের ১৮ই মার্চ।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৬১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক৫১।।

আর যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৭ ও নারী ২৩ জন।

Banner image reading 'more about coronavirus'
Banner