করোনা ভাইরাস: কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আরও কমেছে

ছবির উৎস, SOPA Images/Getty
বাংলাদেশে গত কয়েকদিনের তুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা শনিবার আরও কমেছে। সেই সঙ্গে কমেছে নমুনা পরীক্ষা তুলনায় শনাক্তের হারও।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে মোট ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট মারা গেলেন ১০ হাজার ৯৫২ জন।
গত কয়েকদিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এর চেয়ে বেশি ছিল।
কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত কয়েকদিনের মৃত্যুর পরিসংখ্যান:
- শুক্রবার ৮৮ জন
- বৃহস্পতিবার ৯৮ জন
- বুধবার ৯৫ জন
- মঙ্গলবার ৯১ জন
এর আগের চারদিন ধরে বাংলাদেশে করোনাভাইরাসে প্রতিদিন ১০০ জনের ওপরে মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২,৬৯৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশে মোট শনাক্ত হলেন ৭ লাখ ৪২ হাজার ৪০০ জন।
মোট ২০,৫৭১ টি নমুনা পরীক্ষা করে আক্রান্তের এসব তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুন:

ছবির উৎস, Bangladesh Health Department
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫,৪৭৭ জন আর এ পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন।
নমুনা পরীক্ষার বিচারে মার্চ মাস নাগাদ শনাক্তের হার শতকরা ২০ পার হলেও, এখন সেটি ১৩.১১ শতাংশে নেমে এসেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
সংস্থাটি বলছে, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে শনাক্তের হার ২৫.২৪ শতাংশ কমেছে। তবে মৃত্যুর হার বেড়েছে ৭.৫৬ শতাংশ। নমুনা পরীক্ষার হারও ২.৪০ শতাংশ কমেছে।
বাংলাদেশে গত বছরের মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।
এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশোর ঘরে নেমে এসেছিল।
তবে এবছর মার্চের শুরু থেকেই শনাক্তে ঊর্ধ্বগতি শুরু হয়।








