নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাড়িতে গ্যাসের চুলায় বিস্ফোরণ, দগ্ধ ১১ জন

বিস্ফোরণে ঘরের দেয়াল উড়ে গেছে

ছবির উৎস, Marziya Rahman

ছবির ক্যাপশান, বিস্ফোরণে ঘরের দেয়াল উড়ে গেছে

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় একটি ফ্ল্যাট বাড়িতে বিস্ফোরণে শিশুসহ দুই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছেন।

ফায়ার সার্ভিস বলছে, গ্যাসের চুলার লিকেজে জমে থাকা গ্যাস থেকে আজ শুক্রবার সকাল পৌনে ছয়টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধ লোকজনের মধ্যে শিশুসহ পাঁচজনকে গুরুতর অবস্থায় রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:

বাকিদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের চিকিৎসক সামন্ত লাল সাংবাদিকদের জানিয়েছেন, আহত কারো অবস্থা আশঙ্কামুক্ত নয়।

গ্যাস বিস্ফোরণে ধসে পড়ে ভবনের কয়েকটি অংশ

ছবির উৎস, Marziya Rahman

ছবির ক্যাপশান, গ্যাস বিস্ফোরণে ধসে পড়ে ভবনের কয়েকটি অংশ

একটি ফ্ল্যাটে দুইটা পরিবার থাকতো। আহতদের বেশিরভাগ গার্মেন্ট শ্রমিক বলে জানা যাচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, সকাল পৌনে ৬টার দিকে গ্যাসের চুলার লিকেজে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে তিন তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট বিধ্বস্ত হয়ে গেছে। দরজা-জানালা ভেঙে গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, দরজা-জানালা বন্ধ থাকায় লিকেজ থেকে গ্যাস জমেছিল।

মি. আরেফিন জানান, চুলা জ্বালাতে অথবা বিদ্যুতের সুইচ অন করতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

তিনি বলেন, গ্যাস জমে থাকলে এই ধরনের বিস্ফোরণ হতে ৩০ সেকেন্ড সময় লাগে। এই সময়ের মধ্যে আগুনে পুড়ে যায়।

বিবিসি বাংলায় আরো পড়ুন: