আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
শীতলক্ষ্যা নদীতে অন্তত ৩৫ জন যাত্রী নিয়ে লঞ্চডুবি
বাংলাদেশে রাজধানী ঢাকার নিকটবর্তী নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে একটি লঞ্চ ডুবে গেছে। লঞ্চটিতে অন্তত ৩৫ জন যাত্রী ছিলেন বলে কর্মকর্তারা জানাচ্ছেন।
নৌ-পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের এসপি মীনা মাহমুদা বিবিসি বাংলাকে জানান, রবিবার বিকেলে শীতলক্ষ্যা নদীতে কয়লাঘাট এলাকায় নির্মাণাধীন একটি সেতুর কাছে একটি মালবাহী জাহাজের সাথে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়।
তিনি জানান, লঞ্চটির নাম 'সাবিথ আল হাসান' এবং সেটি বিকেল ৫:৫৬ মিনিটে মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
এতে ৩৫ থেকে ৫০ জনের মত যাত্রী ছিল বলে তিনি জানান। যাত্রীরা কেউ সাঁতরে তীরে উঠতে পেরেছেন কিনা তা জানা যায়নি।
নারায়ণগঞ্জের এএসপি জাহেদুর রহমান জানিয়েছেন, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস যোগ দিয়েছে।
রোববার সন্ধ্যে সাড়ে ছ'টার দিকে ঢাকা ও তার আশপাশের এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যায়, এবং এ সময় নদীতে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ।