আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, তিন অভিযোগে নির্বাচন কমিশনের সামনে অবস্থান ছাত্রদলের, সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের বৈঠক

তিন অভিযোগে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছে ছাত্রদল। অন্যদিকে বিকালে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাবে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। দেশ বিদেশের প্রধান খবরগুলো জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার, প্রেস উইংয়ের ব্যাখ্যা

    গণভোটে সংস্কার বিষয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের সমর্থন ও প্রচারের ফলে প্রশাসনের নিরপেক্ষতা ইস্যুতে প্রশ্ন ওঠার কারণে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে।

    প্রেস উইংয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, ''বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চার আলোকে মূল্যায়ন করলে এ ধরনের সমালোচনার কোনো ভিত্তি নেই। বরং সংকটময় এই সময়ে নীরবতা নিরপেক্ষতার প্রতীক নয়, তা দায়িত্বশীল নেতৃত্বের অভাবকেই নির্দেশ করে''।

    ওই ব্যাখ্যায় বলা হয়েছে, ''বর্তমান অন্তর্বর্তী সরকার শুধুমাত্র রাষ্ট্র পরিচালনা বা নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য গঠিত হয়নি।...এ সরকারের মূল দায়িত্ব রাষ্ট্রকে স্থিতিশীল করা, গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে প্রয়োজনীয় সংস্কারের একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরি করা''।

    ব্যাখ্যায় বলা হয়, ''যে অন্তর্বর্তী সরকার সংস্কারের দায়িত্ব নিয়ে গঠিত, গণতান্ত্রিক সিদ্ধান্তের মুহূর্তে সেই সংস্কার থেকে নিজেকে দূরে রাখবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়''।

    ব্যাখ্যায় আরও বলা হয়, ''এই সময়ে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকি সমর্থনে নয় বরং দ্বিধা ও নীরবতায়। অন্তর্বর্তী সরকার যে সংস্কারের দায়িত্ব নিয়েছে, তা সমর্থন না করলে জনগণের আস্থা ক্ষুণ্ন এবং পরিবর্তনের ধারাবাহিকতা ব্যাহত হবে''।

  2. হাসিনা, টিউলিপ ও রাদওয়ানের দুর্নীতি মামলার রায় ২ ফেব্রুয়ারি

    রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী দোসরা ফেব্রুয়ারি।

    রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার এই দিন নির্ধারণ করেন।

    আদালতের পেশকার বেলাল হোসেন বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

    মামলার বিবরণে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ই জানুয়ারি রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান।

    ওই মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।

    পরে তদন্ত শেষে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

    এর আগে, গত বছরের ৩১শে জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

    এর আগে গত ২৭শে নভেম্বর, প্লট দুর্নীতির অন্য তিন মামলায় বিচার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত। যদিও পলাতক অবস্থায় তাদের বিচার হওয়ায় আদালতে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিল না।

    একইসাথে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

  3. সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের বৈঠক

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোববার বিকালে বৈঠক করবে জামায়াতে ইসলামী।

    জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যরের একটি প্রতিনিধি দল সন্ধ্যা সাড়ে ৬টায় এই বৈঠকে অংশ নেবেন।

    রোববার দুপুরে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামী।

    এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা সাথে সপরিবারে সাক্ষাৎ করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

  4. তিন অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান

    একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠি বা দলের পক্ষপাতিত্ব করছে এবং পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কসহ তিনটি অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সামনে সকাল থেকে অবস্থান নিয়েছে ছাত্রদল।

    রোববার ছাত্রদলের নেতা-কর্মীরা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে রাত পর্যন্ত অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন।

    পূর্ব নির্ধারিত নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে সকাল প্রায় এগারোটা নাগাদ তারা ওই ভবনের সামনের সড়কে অবস্থান নেন।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির শেষ দিন আজ।

    কর্মসূচিতে ছাত্র কেন্দ্রীয় নেতা-কর্মীরা ছাড়াও ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণসহ বিভিন্ন থানা পর্যায়ের বেশ কিছু নেতা-কর্মী অংশ নিয়েছেন।

    নির্বাচন ভবনের সামনের সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে তারা অবস্থান নিয়েছেন।

    ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আজকের মূল যে ইস্যু হলো ব্যালট পেপার ইস্যু। যেটি আমরা লক্ষ্য করলাম, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব প্রতিপত্তির মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে এবং যারা এখানে বসে আছে, তাদের অবশ্যই প্রত্যক্ষ ইন্ধনে এবং প্রত্যক্ষ মদদে এই ঘটনাটি ঘটেছে।”

  5. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে