ছবিতে দেখুন: সুয়েজ খালের কন্টেইনারবাহী দানবাকৃতির জাহাজটিকে যেভাবে সরানো হলো

খালের ভেতরে আড়াআড়িভাবে আটকা পড়ে আছে এভার গিভেন।

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, খালের ভেতরে আড়াআড়িভাবে আটকা পড়ে আছে এভার গিভেন।

প্রায় এক সপ্তাহ সময় সুয়েজ খালে আটকে থাকার পর দুই লক্ষ টন ওজনের কন্টেইনারবাহী জাহাজ এভার গিভেন-কে শেষ পর্যন্ত মুক্ত করা হয়েছে। জাহাজটি এখন তার গন্তব্যে রওনা হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথে এভার গিভেন বেশ কয়েক দিন যাবত আড়াআড়িভাবে আটকে ছিল। এর ফলে অন্যান্য জাহাজকে ভিন্ন পথ ব্যবহার করতে হয়।

কীভাবে ডিগার, ড্রেজার আর টাগবোট ব্যবহার করে জাহাজটিকে মুক্ত করা হলো সেই বর্ণনা এখানে।

স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা যাচ্ছে কীভাবে এভার গিভেন খালের পথ বন্ধ করে আছে।

ছবির উৎস, SATELLITE IMAGE ©2021 MAXAR TECHNOLOGIES

ছবির ক্যাপশান, স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা যাচ্ছে কীভাবে এভার গিভেন খালের পথ বন্ধ করে আছে।

গত ২১শে মার্চ মিশরের মরুভূমিতে যে ঝড় হয়েছিল সেই ঝড়ের প্রবল বাতাস আর খালের পানিতে জোয়ারের চাপে ৪০০ মিটার দীর্ঘ জাহাজটি তার যাত্রাপথ থেকে সরে যায় এবং ঘুরে গিয়ে আড়াআড়িভাবে খালের পথ আটকে ফেলে।

প্রতি ঘণ্টায় প্রায় ৫০টি জাহাজ বিশ্বের অন্যতম ব্যস্ত এই জাহাজ পথটি ব্যবহার করে। কিন্তু এই ঘটনার পর সুয়েজ খালের দুই মুখে তৈরি হয় এক বিশাল যানজট।

স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে সুয়েজ খালের মধ্যে এভার গিভেন যেখানে আটক পড়েছিল।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে সুয়েজ খালের মধ্যে এভার গিভেন যেখানে আটক পড়েছিল।

রোববার পর্যন্ত পাওয়া এক হিসেব অনুযায়ী, প্রায় ৪৫০টি মালবাহী জাহাজ ১২০ মাইল লম্বা এই খালের দু'দিকে সাগরে এবং পার্শ্ববর্তী পোর্ট সাঈদে আটকা পড়ে ছিল।

অনেক জাহাজ ঘুর পথে চলে যেতে বাধ্য হয়।

খালটি এখন চালু হলেও এই জট ছাড়তে সাড়ে তিন দিন সময় লেগে যাবে বলে মিশরের কর্মকর্তারা জানাচ্ছেন।

সুয়েজ ক্যানেল অথরিটির কর্মকর্তারা জাহাজটিকে সরানোর পরিকল্পনা করছেন।

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, সুয়েজ ক্যানেল অথরিটির কর্মকর্তারা জাহাজটিকে সরানোর পরিকল্পনা করছেন।

সুয়েজ খালের তদারক করে মিশরের সুয়েজ ক্যানেল অথরিটি।

এভার গিভেন-কে মুক্ত করতে এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রথমে ব্যবহার করেন টাগ-বোট। জাহাজ থেকে মোটা মোটা রশি ফেলে টাগ-বোট দিয়ে টেনে জাহাজটিকে মোড় ঘোরানোর চেষ্টা করা হয়।

একই সাথে জাহাজের যে অংশটি খালের চাড়ায় আটেক গিয়েছিল তা মুক্ত করতে ব্যবহার করা হয় মাটি খোঁড়ার ডিগার।

এভার গিভেন-কে টেনে নেয়ার জন্য এধরনের টাগবোট ব্যবহার করা হয়।

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, এভার গিভেন-কে টেনে নেয়ার জন্য এধরনের টাগবোট ব্যবহার করা হয়।

টাগ-বোটগুলো যখন দানবাকৃতির এই জাহাজটিকে ঠেলে সরাতে গিয়ে হিমশিম খাচ্ছিল তখন আনা হয় মাটি খোঁড়ার ডিগার এবং ড্রেজার।

ডিগার দিয়ে জাহাজের যে অংশটি তীরে ঠেকে গিয়েছিল সেই জায়গার মাটি কেটে ফেলা হয়।

আর ড্রেজার দিয়ে জাহাজের তলা এবং আশেপাশের কাদা ও বালি সরিয়ে ফেলা হয়।

বিশাল এই জাহাজটির আয়তন চারটা ফুটবল মাঠের সমান।

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, বিশাল এই জাহাজটির আয়তন চারটা ফুটবল মাঠের সমান।

ম্যারিটাইম বিশেষজ্ঞ স্যাল মার্কোগ্লিয়ানো বলছেন, এই ধরনের ড্রেজার সুয়েজ খালে হরদম ব্যবহার করা হয়। এদের কাজ খালের নাব্যতা বজায় রাখা।

"ড্রেজারগুলো থেকে লম্বা পাইপগুলো জলের তলায় গিয়ে মূলত কাদা আর বালি শুষে তুলে বাইরে ফেলে দেয়।"

টাগবোট ব্যবহার করে এভার গিভেন-কে ঠেলা হচ্ছে।

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, টাগবোট ব্যবহার করে এভার গিভেন-কে ঠেলা হচ্ছে।

ড্রেজারগুলো দিয়ে জাহাজের তলা থেকে প্রায় ৩০ হাজার টন বালি ও কাদা সরানো হয়।

মিশরের অর্থনীতি সুয়েজ খালের ওপর বহুলাংশে নির্ভরশীল। করোনা মহামারির আগে মিশরের জিডিপির প্রায় ২% আয় হতো সুয়েজ খাল থেকে পাওয়া মাশুল থেকে।

মালবাহী জাহাজটিকে ঠেলে সরানোর জন্য ক্রেনও ব্যবহার করা হয়।

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, মালবাহী জাহাজটিকে ঠেলে সরানোর জন্য ক্রেনও ব্যবহার করা হয়।

সুয়েজ খাল কর্তৃপক্ষ জানিয়েছেন, খাল বন্ধ থাকায় তাদের প্রতিদিন গড়ে এক কোটি ৫০ লাখ ডলার লোকসান হয়েছে।

অন্যদিকে, লয়েডস লিস্টে প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা যায়, শত শত মাল ভর্তি জাহাজ আটকে থাকায় প্রতিদিন গড়ে প্রায় ৯৬০ কোটি ডলারের ব্যবসা বন্ধ ছিল।

মুক্ত হওয়ার পর গন্তব্যস্থলের দিকে যাত্রা শুরু করেছে এভার গিভেন। কূলে দাঁড়িয়ে মিশরীয়রা তা দেখছেন।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, মুক্ত হওয়ার পর গন্তব্যস্থলের দিকে যাত্রা শুরু করেছে এভার গিভেন। কূলে দাঁড়িয়ে মিশরীয়রা তা দেখছেন।

টাগ-বোট আর ড্রেজার ব্যবহার করেই শেষ পর্যন্ত এভার গিভেনকে মুক্ত করা হয়।

এটা ব্যর্থ হলে তৃতীয় একটি উপায়ও বিবেচনার মধ্যে ছিল।

তা হলো সব মালামাল এবং জ্বালানি তেল সরিয়ে ফেলে জাহাজটিকে হালকা করে ফেলা।

গত বছর প্রতিদিন গড়ে ৫১টি জাহাজ সুয়েজ খাল দিয়ে পার হয়েছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গত বছর প্রতিদিন গড়ে ৫১টি জাহাজ সুয়েজ খাল দিয়ে পার হয়েছে।

সুয়েজ খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানিয়েছেন, আটকে পড়া জাহাজটিকে সরিয়ে নেয়ার পর খাল দিয়ে মোট ১১৩টি জাহাজ চলাচল করেছে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে সাথে নিয়ে করা এক সংবাদ সম্মেলনে ভাইস এডমিরাল ওসামা রাবি বলেন, মঙ্গলবার মাঝরাতের মধ্যে আরো ১৪০টি জাহাজ সেখান দিয়ে যাবে।

সুয়েজ খালের দৈর্ঘ্য ১৯৩ কি.মি. (১২০ মাইল)।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সুয়েজ খালের দৈর্ঘ্য ১৯৩ কি.মি. (১২০ মাইল)।

সব ছবির সত্ত্ব সংরক্ষিত।