স্বাধীনতার ৫০ বছর: ব্রিটিশ বাংলাদেশি তরুণ প্রজন্মকে নিয়ে বিবিসির এশিয়ান নেটওয়ার্কে বর্ষব্যাপী অনুষ্ঠান

বিবিসির এশিয়ান নেটওয়ার্কে ব্রিটিশ বাংলাদেশি তরুণ মুখ

ছবির উৎস, BBC Asian Network

ছবির ক্যাপশান, বিবিসির এশিয়ান নেটওয়ার্কে ব্রিটিশ বাংলাদেশি তরুণ মুখ

বিবিসির এশিয়ান নেটওয়ার্ক রেডিও চ্যানেল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে এক বছর ব্যাপী তাদের বিশাল অনুষ্ঠানমালা শুরু করেছে।

এই উদযাপনে তাদের মূল ফোকাস ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভুত তরুণ প্রজন্মের কাজ ও সাফল্যকে তুলে ধরা, ব্রিটিশ জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করার পথে তাদের যাত্রার নানা কাহিনি সামনে নিয়ে আসা। সেই সাথে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে তাদের মতামত এবং তাদের বাংলাদেশি ঐতিহ্যকে তারা কীভাবে দেখে তা তুলে ধরা।

এশিয়ান নেটওয়ার্ক চ্যানেলের প্রধান আহমেদ হুসেন বলছেন: "যুক্তরাজ্যের তরুণ জনগোষ্ঠীর ক্রমেই একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠা এই ব্রিটিশ বাংলাদেশিদের জীবনকে উদযাপন ও উৎসাহিত করা খুবই দরকার। আমরা শুধু স্বাধীনতার ৫০ বছরের দিকেই ফিরে তাকাতে চাইছি না, আগামী ৫০ বছরের দিকেও আমরা তাকাতে চাই।

"এখনও সেই প্রজন্মের মানুষ আছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা যাদের মনে আছে। আমরা চাই বিশ্ববাসীকে তাদের কাহিনি শোনাতে, যাতে ৫০ বছর পরেও সেই সংগ্রামের দিনগুলোর কথা বিশ্বের মানুষ জানতে পারে," বলেন মি. হুসেন।

ব্রিটেনে বাংলাদেশি পরিবারে বেড়ে ওঠা যেসব তরুণতরুণী আজ ব্রিটিশ সমাজের নানা ক্ষেত্রে নিজেদের পরিচিত করে তুলেছেন, তাদের আগের প্রজন্মের স্বাধীন একটা দেশের জন্য লড়াই, ব্রিটেনে তাদের জীবনকে গড়ে তোলার লড়াই, কীভাবে এসব তরুণদের জীবনকে প্রভাবিত করেছে, সেসব কথা তারা নানা অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরছেন, যা চলবে পুরো একটা বছরজুড়ে।

.
.
বাংলাদেশি আমেরিকান র‍্যাপ সঙ্গীত শিল্পী অনিক খান

ছবির উৎস, Jack Vartoogian/Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশি আমেরিকান র‍্যাপ সঙ্গীত শিল্পী অনিক খান

বিশেষ এই অনুষ্ঠানমালার শুরু হয়েছিল ২২শে মার্চ র‍্যাপ ও বাংলা হিপ-হপ সঙ্গীতের পথিকৃৎ শিল্পী অনিক খানের সাথে এশিয়ান নেটওয়ার্কের একটি বিশেষ সাক্ষাৎকার দিয়ে। ঢাকায় জন্ম অনিক খান বড় হয়েছেন নিউইয়র্কের কুইন্স এলাকায়। তার র‍্যাপ ও হিপ-হপ সঙ্গীতে তিনি তুলে এনেছেন বাংলার কৃষ্টি ও সংস্কৃতি। পশ্চিমে বাংলা র‍্যাপ ও হিপ-হপকে জনপ্রিয় করে তোলায় তিনি একটা অগ্রণী ভূমিকা রেখেছেন।

"আমার বাবা ছিলেন ১৯৭১য়ে একজন মুক্তিযোদ্ধা। আমি শিশু বয়সে বাবামায়ের সাথে আমেরিকায় আসি, বাবা তখন নিউ ইয়র্কে ট্যাক্সি চালাতেন। বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে আমার পরিচয় বাবার হাত ধরে। বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের কথা তার মুখেই শুনেছি।

"আমার অন্তরে বাংলাদেশের প্রতি যে টান, তার মূলে রয়েছে যারা দেশটাকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছিলেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা," বিবিসির এশিয়ান নেটওয়ার্ককে বলেন র‍্যাপ শিল্পী অনিক খান।

তবে ২৬শে মার্চ থেকে এশিয়ান নেটওয়ার্ক চ্যানেলে শুরু হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের বিশেষ অনুষ্ঠানমালায় ব্রিটিশ বাংলাদেশি তরুণ প্রজন্মের অর্জনের কথা। এসব অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে তাদের চিন্তাভাবনার প্রতিফলন।

স্বাধীনতা দিবসে এশিয়ান নেটওয়ার্কের বিশেষ লাইভ অনুষ্ঠানের অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী জয় ক্রুক্স। অনুষ্ঠানে ইংরেজি গানের পাশাপাশি বাংলায় তিনি পরিবেশন করেন অতি পরিচিত গান 'এই রাত তোমার আমার'। এটাই তার প্রথম কোন লাইভ অনুষ্ঠানে বাংলায় গাওয়া গান।

২৬শে মার্চ বিবিসি এশিয়ান নেটওয়ার্কের লাইভ অনুষ্ঠানে প্রথমবারের মত বাংলা গান পরিবেশন করেন ২২ বছরের শিল্পী জয় ক্রুক্স
ছবির ক্যাপশান, ২৬শে মার্চ বিবিসি এশিয়ান নেটওয়ার্কের লাইভ অনুষ্ঠানে প্রথমবারের মত বাংলা গান পরিবেশন করেন ২২ বছরের শিল্পী জয় ক্রুক্স

এশিয়ান নেটওয়ার্কের লাইভ অনুষ্ঠানের পর বিবিসির নিউজবিট অনুষ্ঠানকে দেয়া আরেকটি সাক্ষাৎকারে মিস ক্রুক্স বলেন, বাংলায় গান গাওয়া "তার জন্য বিরাট এবং সত্যিই গুরুত্বপূর্ণ একটা অর্জন" কারণ বাংলা ভাষা রপ্ত করতে তিনি অনেক সময় ব্যয় করেছেন।

"একটা দেশ যখন স্বাধীনতার জন্য লড়াই করে, তখন সে দেশ যুদ্ধ করে দেশের মানুষের অধিকারের জন্য, শিল্প, সঙ্গীত, লোকগাঁথা, কবিতা এবং তার বাক স্বাধীনতার জন্যও," বলেন জয় ক্রুক্স।

সঙ্গীতশিল্পী জয় ক্রুক্স-এর মা বাংলাদেশি, বাবা আইরিশ। তিনি বিবিসিকে বলেন মার্চ মাস তার জন্য খুবই আবেগের মাস।

"বাংলাদেশি হিসাবে আমি গর্ব বোধ করি। স্বাধীনতা যুদ্ধে আমার পরিবারের অনেকেই প্রাণ দিয়েছেন। যুদ্ধ নিয়ে আমার কোন প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকলেও, দ্বিতীয় প্রজন্মের বাঙালি হিসাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে আমি অনুভব করতে পারি। আমার কথা বলায়, আমার প্রতিদিনের জীবনে জড়িয়ে আছে বাংলাদেশ।

জয় ক্রুক্স

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, জয় ক্রুক্স বলেন তার গান তার গল্প বলার মাধ্যম, গানের মাঝে নিজের ব্যক্তিসত্ত্বা আর চারপাশের গল্প, বাংলাদেশের গল্প তুলে ধরতে ভালবাসেন তিনি

"বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমাদের পরিবারকে মাতৃতান্ত্রিক করে দিয়েছিল। আমাদের পরিবারের অনেক পুরুষ এই যুদ্ধে মারা যান। আমি যে এখন তাদের সংগ্রামের কাহিনি বলতে পারছি, আমার কথা আর গানের মাধ্যমে- এটা আমার সৌভাগ্য," বিবিসির নিউজবিট অনুষ্ঠানকে বলেন জয় ক্রুক্স।

ব্রিটেনে সেরা সঙ্গীতশিল্পীর খেতাব ব্রিট অ্যাওয়ার্ডসের জন্য গত বছর মনোনীত শিল্পীদের তালিকায় ছিল ২২ বছরের এই শিল্পীর নাম।

ব্রিটেনের বিভিন্ন ক্ষেত্রে যেসব বাংলাদেশি বংশোদ্ভুত তরুণ তরুণী তাদের স্বাক্ষর রেখেছেন, যেমন অভিনেত্রী নুসরাত ফারিয়া, নৃত্যশিল্পী আক্রাম খান, কৌতুকাভিনেতা আলী শাহআলম (মঞ্চে পরিচিত আলী অফিসিয়াল নামে), ব্রিটিশ টিভি শেফ ও টিভি উপস্থাপক নাদিয়া হুসেন, এমপি রুশনারা আলি, গায়ক মামজি স্ট্রেঞ্জার (আসল নাম মুহাম্মদ মুমিথ আহমেদ) সহ তেমন আরও অনেকে এশিয়ান নেটওয়ার্কের বছরব্যাপী অনুষ্ঠানে তুলে ধরছেন কীভাবে তারা সাফল্যের শিখরে পৌঁছেছেন, বলছেন বাংলাদেশের সাথে তাদের যোগাযোগের সূতোটা কোন্ তারে বাঁধা।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিনে কেক তৈরি করেছেন নাদিয়া হুসেন- ২১শে এপ্রিল ২০১৬- উইন্ডসর প্রাসাদ

ছবির উৎস, WPA Pool/Getty Images

ছবির ক্যাপশান, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিনে কেক তৈরি করেছেন নাদিয়া হুসেন

এছাড়াও বিবিসির এশিয়ান নেটওয়ার্ক বিবিসি নিউজ ও বিবিসির অন্যান্য অনুষ্ঠানের সাথে মিলে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে পরিবেশন করছে বাংলাদেশের ইতিহাস নিয়ে নানা ধরনের অনুষ্ঠান।

ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভুত মানুষের সংখ্যা প্রায় ৫ লক্ষ।

এশিয়ান নেটওয়ার্কের প্রযোজক ক্যাথরিন ও-ডনেল বিবিসি বাংলাকে জানান শুধু ব্যক্তিত্বদের সাক্ষাৎকারই নয়, বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে ব্রিটেনের বাংলাদেশি বংশোদ্ভুত তরুণ সমাজ কী ভাবছে, সেগুলো নিয়েও তারা প্রাণবন্ত বিতর্ক অনুষ্ঠান এবং ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান পরিবেশন করছেন।

"বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পারিবারিক ঐতিহ্যের গুরুত্ব, যুক্তরাজ্যে বাঙালিদের জীবন, ব্রিটিশ জীবনযাত্রায় বাংলাদেশিদের অবদানের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা তৈরি করেছি প্রামাণ্য অনুষ্ঠান যেখানে উঠে এসেছে এসব গুরুত্বপূর্ণ বিষয়ে ব্রিটিশ বাংলাদেশি তরুণ প্রজন্মের কথা, তাদের চিন্তাভাবনা," বলেন ক্যাথরিন ও-ডনেল।

তিনি বলেন বাংলাদেশের জন্ম মাত্র ৫০ বছর আগে, "তরুণ একটি রাষ্ট্র, বহু মানুষের স্মৃতিতে রয়েছে এই দেশের জন্মলগ্নের সাথে জড়িয়ে থাকা তাদের জীবনের নানা গল্প।"

তাই শুধু তরুণ প্রজন্মই নয়, বছরজুড়ে ব্রিটেনের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভুত সব বয়সের মানুষদের জীবনের নানা দিক, তাদের কথা নানা অনুষ্ঠানে তুলে আনার পরিকল্পনা নিয়েছে বিবিসির এশিয়ান নেটওয়ার্ক বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে, বিবিসি বাংলাকে বলেন নেটওয়ার্কের প্রযোজক ক্যাথরিন ও-ডনেল।

ভিডিওর ক্যাপশান, ২৫শে মার্চের হামলা থেকে যেভাবে বেঁচে যান রশিদা বাশার