আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ক্রিশ্চিয়ানো রোনালদো: ৭৭০টি গোল করে কি ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি?
রবিবার রাতে ক্যারিয়ারের ৫৭তম হ্যাটট্রিক করেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পোর্তোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর ইতালিয়ান ক্লাব ক্যালিয়ারির বিপক্ষে ৩২ মিনিটের মধ্যে তিন গোল দেন রোনালদো।
এই তিন গোলে তার মোট গোলসংখ্যা দাঁড়ালো ৭৭০।
ওদিকে সব মিলিয়ে হাজারের ওপরে গোলের মালিক পেলের অফিসিয়াল গোলসংখ্যা ৭৬৭।
তবে রোনালদো ৭৬০ গোল যেদিন স্পর্শ করেন সেদিনই কিছু সংবাদমাধ্যম ও ফুটবলভিত্তিক ওয়েবসাইটে খবর আসে রোনালদোই সর্বোচ্চ গোলদাতা।
কিন্তু রোনালদো নিজে ব্যখ্যা করলেন নিজের সোশাল মিডিয়া পোস্টে, কেন তিনি তখনই উদযাপন করেননি।
রোনালদো তাঁর বিবৃতিতে লেখেন, "গত কয়েক সপ্তাহ ধরেই খবর আসছিল, আমি পেলের ৭৫৭ গোলের অফিসিয়াল রেকর্ড ভেঙেছি। আমি এটা নিয়ে চুপ ছিলাম কেন সেই কারণ এখন ব্যাখ্যা করছি।"
"আমি সবসময়েই বলে এসেছি, এডসন আরান্তেস দে নাসিমেন্তো পেলের প্রতি আমার শ্রদ্ধা ছিল, আছে, থাকবে। আমি সেজন্যই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ৭৬৭ গোলের রেকর্ডটাই অফিসিয়াল হিসেবে ধরেছি, যেখানে তিনি সাও পাওলো স্টেট দলের হয়ে নয় গোল ও ব্রাজিলের মিলিটারি দলের হয়ে আরও এক গোল করেছেন।"
পেলে রোনালদোকে ধন্যবাদ ও অভিবাদন জানিয়ে একটি ইন্সটাগ্রাম পোস্ট দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, "আমার আনুষ্ঠানিক গোলের রেকর্ড ভাঙ্গায় রোনালদোকে অভিনন্দন।"
কিন্তু হিসেবে বাধ সেধেছেন জোসেফ বিকান, যিনি অস্ট্রিয়া ও চেকোস্লোভাকিয়ার হয়ে ফুটবল খেলেছেন।
চেক ফুটবল অ্যাসোসিয়েশনের হিসেব অনুযায়ী অস্ট্রিয়া ও চেকোস্লোভাকিয়ার হয়ে খেলা জোসেফ বিকানের গোলসংখ্যা ৮২১টি।
আবার রেক ডট স্পোর্ট ডট সকার নামের পরিসংখ্যানের ওয়েবসাইটের দেয়া তথ্য অনুযায়ী বিকানের গোলসংখ্যা ৮০৫টি। যার মধ্যে র্যাপিড ভিয়েনার রিজার্ভ ও অপেশাদার দলের হয়ে আছে ২৭টি গোল। এগুলো আনুষ্ঠানিক আন্তর্জাতিক ফুটবল হিসেবে স্বীকৃত নয়।
এই ২৭ গোল বাদ দিলে বিকানের গোলসংখ্যা দাঁড়ায় ৭৫৯টি, পেলের ৭৬৭টি এবং রোনালদোর ৭৭০টি।
আরো পড়ুন:
বিবৃতিতে রোনালদো বলেন, পেলের কথা শুনে বড় হয়নি এমন কোনো ফুটবলার নেই। পেলে এমন একজন যার মতো রোনালদো হতে চেয়েছেন।
রোনালদো এখন পর্যন্ত স্পোর্টিং লিসবনের হয়ে পাঁচটি, ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮টি, রেয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি, জাতীয় দল পর্তুগালের হয়ে ১০২টি এবং বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে ৯৫টি গোল করেছেন এখন পর্যন্ত।
আরো যেসব অর্জন:
- রোনালদো রেয়াল মাদ্রিদ ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
- ইউরোপীয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা।
- আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছে দুই নম্বরে।
- এই মুহূর্তে ইতালিয়ান লিগের চলতি মৌসুমে সবচেয়ে বেশি গোল রোনালদোর।