নেলসন ম্যান্ডেলা অন্ত্যেষ্টিক্রিয়া: জালিয়াতির অভিযোগে দক্ষিণ আফ্রিকায় ১৫জন গ্রেফতার

২০১৩ সালে সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়ায় জালিয়াতির অভিযোগে দক্ষিণ আফ্রিকায় ১৫জনকে গ্রেফতার করা হয়েছে।

তাদের মধ্যে ইস্টার্ন কেপ প্রদেশের বর্তমান ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এর নামকরা সব সদস্যরা রয়েছেন।

তারা অবশ্য এই অভিযোগের বিষয়ে কোন মন্তব্য করেন নি। আইনজীবীরা তাদেরকে দুর্নীতি এবং মানি লন্ডারিং এর দায়ে অভিযুক্ত করেছেন।

অর্থমূল্যে যার পরিমাণ প্রায় সাত লাখ ডলার। ১৯৯৪ সালে বর্ণবৈষম্য শেষ হওয়ার পর ম্যান্ডেলা ছিলেন দেশটির প্রথম কৃষাঙ্গ নেতা।

২০১৪ সালে প্রথম এই দুর্নীতির অভিযোগগুলো উঠতে থাকে। ইস্টার্ন কেপ এর কুনুতে, ২০১৩ সালের ডিসেম্বরে, ম্যান্ডেলার সেই অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বের নানা দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা আসেন।

যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের মধ্যে ইস্টার্ন কেপ প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী, কয়েকজন ব্যবসায়ী এবং ক্ষমতাসীন এএনসির আরও বেশ কয়েকজন সংসদ সদস্য রয়েছেন।

আইনজীবীদের অভিযোগ যারা শোক জানাতে এসেছিলেন তাদের পরিবহণের জন্য ভুয়া অর্থব্যয়ের হিসেবে দেখিয়েছে।

একই সঙ্গে ইস্ট লন্ডনে যেসব ভেন্যুতে স্মরণ-সভার আয়োজন করা হয়েছিল সেখানেও একই রকম অভিযোগ উঠেছে।

এদিকে তারা জামিন পেয়ে গেছে এবং মার্চের পাঁচ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বর্ণবাদ-বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা মৃত্যুতে গোটা দক্ষিণ আফ্রিকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

তাঁর অন্ত্যেষ্টিক্রিয়াতে এ ধরণের দুনীতি এবং জালিয়াতির খবর অনেককেই হতবাক করেছে।

বিবিসি বাংলায় আরো পড়ুন: