ছবিতে সপ্তাহ: বিশ্বের নানা খবর ঘিরে কিছু চোখ ধাঁধাঁনো ছবি - ২৩-২৯শে জানুয়ারি ২০২১

বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন ঘটনার সাথে জড়িয়ে থাকা এ সপ্তাহের কিছু নজর কাড়া ছবি দিয়ে সাজানো নিচের ফটো গ্যালারি।

ভারতের দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া অনুষ্ঠানে নৃত্যশিল্পীরা নাচের মহড়া দিচ্ছেন। ২৩শে জানুয়ারি ২০২১

ছবির উৎস, Adnan Abidi / Reuters

ছবির ক্যাপশান, ভারতের দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া অনুষ্ঠানে নৃত্যশিল্পীরা নাচের মহড়া দিচ্ছেন। ভারত আনুষ্ঠানিকভাবে তার সংবিধান কার্যকর করেছিল ২৬শে জানুয়ারি ১৯৫০সালে। প্রজাতন্ত্র দিবস জাতীয় ছুটির দিন এবং দেশটিতে দিনটি উদযাপিত হয় মহা আড়ম্বরে।
মস্কোয় দাঙ্গা পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ ২৩শে জানুয়ারি ২০২১

ছবির উৎস, Oleg Nikishin / Getty Images

ছবির ক্যাপশান, মস্কোয় দাঙ্গা পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘাত। বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে গ্রেফতারের পর হাজার হাজার মানুষ পুলিশের ব্যাপক উপস্থিতি উপেক্ষা করে রাশিয়ার বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভে অংশ নেবার পর পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাঁধে
The London Eye lit up in purple on 27 January 2021

ছবির উৎস, Victoria Jones / PA Media

ছবির ক্যাপশান, ইহুদি নিধন যজ্ঞ বা হলোকস্টের বার্ষিকী স্মরণে লন্ডন আই-কে বেগুনি রঙে আলোাকিত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের নির্যাতনের শিকার যে লাখো লাখো ইহুদীকে হত্যা করা হয়েছিল তাদের এবং বিশ্বের বিভিন্ন দেশে পরবর্তী কালে গণহত্যার শিকার মানুষদের স্মৃতির উদ্দেশ্যে এই আলোকসজ্জা করা হয়।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ১০ নং ডাউনিং স্ট্রিটে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলন করেন ২৬শে জানুয়ারি ২০২১। তাকে পোডিয়াম থেকে কথা বলতে দেখা যাচ্ছে

ছবির উৎস, Justin Tallis / Pool via Reuters

ছবির ক্যাপশান, কোভিড-১৯এ ব্রিটেনে এক লক্ষের বেশি মানুষ মারা গেছেন এই পরিসংখ্যান ঘোষণা করে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বলেন সরকার কোভিড মোকাবেলায় যে পদক্ষেপ নিয়েছে তার জন্য তিনি ''পূর্ণ দায়িত্ব'' গ্রহণ করছেন।
নেপালের ভকতপুরে একমাস ব্যাপী সোয়াসথানি ব্রত কথা উৎসবের প্রথম দিনে মানুষ জড়ো হন শহরের হনুমন্ত নদীর পাড়ে, ২৮শে জানুয়ারি ২০২১

ছবির উৎস, Navesh Chitrakar / Reuters

ছবির ক্যাপশান, নেপালের ভকতপুরে একমাস ব্যাপী সোয়াসথানি ব্রত কথা উৎসবের প্রথম দিনে মানুষ জড়ো হন শহরের হনুমন্ত নদীর পাড়ে
চীনের লিয়াওনিং প্রদেশে শেনিয়াং-এ হুন নদী থেকে ওঠা কুয়াশার মধ্যেই সাঁতার কাটছে শত শত পাখি - ২৯শে জানুয়ারি ২০২১

ছবির উৎস, Cai Jingyu / VCG via Getty Images

ছবির ক্যাপশান, চীনের লিয়াওনিং প্রদেশে শেনিয়াং-এ হুন নদী থেকে ওঠা কুয়াশার মধ্যেই সাঁতার কাটছে শত শত পাখি
মোজাম্বিকের বেইরাতে একটি স্কুলের প্লাবিত চত্বরে এক টুকরো কাঠের ওপর দাঁড়িয়ে আছে একটি কিশোরী। ২৭শে জানুয়ারি ২০২১

ছবির উৎস, Alfredo Zuniga / AFP

ছবির ক্যাপশান, মোজাম্বিকের বেইরাতে একটি স্কুলের প্লাবিত চত্বরে দাঁড়িয়ে আছে একটি কিশোরী। দক্ষিণ আফ্রিকায় আঘাত হানা ঘূর্ণিঝড় এলইস-এর গতিবেগ ছিল ঘন্টায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল)। এই ঘূর্ণিঝড়ে মারা গেছে বিশ জনের বেশি এবং হাজার হাজার হেক্টর ফসলি জমি ডুবে গেছে।
হংকং-এ লকডাউনে মধ্যে পিপিই সুরক্ষা পোশাক পরে দেশটির জর্ডান এলাকা সফর করতে যান স্বাস্থ্য কর্মীরা - ২৩শে জানুয়ারি ২০২১

ছবির উৎস, Tyrone Siu / Reuters

ছবির ক্যাপশান, হংকং-এ লকডাউনে মধ্যে পিপিই সুরক্ষা পোশাক পরে দেশটির জর্ডান এলাকা সফর করতে যান স্বাস্থ্য কর্মীরা
ডেনমার্কের মর্টেন টফ্ট ওলসেন ও ক্রোয়েশিয়ার ইগর কারাচিচ হ্যান্ডবল নিয়ে সংঘাতে। মিশরের কায়রোতে আইএইচএফ হ্যান্ডবল বিশ্ব চ্যাম্পিয়নশিপের সময় তোলা ছবি

ছবির উৎস, Mohamed Abd El Ghany / Pool via Reuters

ছবির ক্যাপশান, ডেনমার্কের মর্টেন টফ্ট ওলসেন ও ক্রোয়েশিয়ার ইগর কারাচিচ হ্যান্ডবল নিয়ে সংঘাতে। মিশরের কায়রোতে আইএইচএফ হ্যান্ডবল বিশ্ব চ্যাম্পিয়নশিপের সময় তোলা ছবি
ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড-এ এনোনতেকিও শহরের আকাশে অরোরা বোরিওলিস আলোর অসাধারণ বর্ণচ্ছটা - ২৫শে জানুয়ারি ২০২১

ছবির উৎস, Alexander Kuznetsov / Reuters

ছবির ক্যাপশান, ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড-এ এনোনতেকিও শহরের আকাশে অরোরা বোরিওলিস আলোর অসাধারণ বর্ণচ্ছটা