ইউরোপের একাধিক দেশে ছড়িয়েছে নতুন ধরণের করোনাভাইরাস

ছবির উৎস, Getty Images
সম্প্রতি ব্রিটেনে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনাভাইরাস আক্রান্ত বেশ কিছু লোক চিহ্নিত করা হয়েছে ফ্রান্স, স্পেন ও সুইডেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে।
ফ্রান্স নিশ্চিত করেছে যে সেদেশের মধ্যাঞ্চলীয় তুর শহরে সম্প্রতি নতুন ধরণের করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে - যে গত ১৯শে ডিসেম্বর লন্ডন থেকে সেখানে এসেছিলেন।
তার দেহে কোন উপসর্গ দেখা যায়নি, এবং তিনি এখন বাড়িতে আইসোলেশনে আছেন।
স্পেনের কর্তৃপক্ষ বলছে, মাদ্রিদে তিন ব্যক্তির দেহে ওই ভাইরাস পাওয়া গেছে। তাদের একজন আত্মীয় সম্প্রতি যুক্তরাজ্য থেকে স্পেনে ফিরেছিল বলে জানা গেছে।
স্পেনে মোট ৭ জন সংক্রমিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
সুইডেনেও এক ব্যক্তির দেহে এই নতুন ধরনের ভাইরাস পাওয়া গেছে।
ইংল্যান্ডে প্রথম শনাক্ত হওয়া নতুন ধরণের এই করোনাভাইরাসে আক্রান্ত অন্তত তিনজন রোগী পাওয়ার কথা নিশ্চিত করেছে সুইৎজারল্যান্ড। তাদের দুজন ব্রিটিশ নাগরিক।

ছবির উৎস, Getty Images
সুইৎজারল্যান্ড তাদের স্কি রিজর্টগুলো খোলা রেখেছে এবং গত দু'সপ্তাহে সেখানে হাজার হাজার পর্যটক হাজির হয়েছে।
সম্প্রতি লন্ডন সহ ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে করোনাভাইরাসের এই নতুন এবং অত্যন্ত সংক্রামক জাতটি ছড়িয়ে পড়ে।
এটি আগেকার ভাইরাসের চেয়ে আরো বেশি সহজে এবং দ্রুতগতিতে মানুষের মধ্যে ছড়াতে পারে বলে দেখা গেছে।
করোনাভাইরাসের এই নতুন মিউটেশনটি বেশি সংক্রামক হলেও বিজ্ঞানীরা বলেছেন, এটি অধিকতর বিপজ্জনক এমন কোন প্রমাণ এখনো পাওয়া যায়নি -এবং করোনাভাইরাসের যে টিকা দেয়া শুরু হয়েছে তা এর বিরুদ্ধেও একই রকম কার্যকর হবে।
আরো পড়তে পারেন:

ছবির উৎস, Getty Images
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সেদেশে নতুন ভাইরাসে আক্রান্ত ব্যক্তি ফরাসী নাগরিক, তবে তিনি ইংল্যান্ডে থাকতেন। গত ২১শে ডিসেম্বর তার করোনাইরাস টেস্ট করা হয়।
এর পাশাপাশি ডেনমার্ক, ইতালি, জার্মানি ও নেদারল্যান্ডসে নতুন ধরণের ভাইরাস ছড়ানোর খবর পাওয়া যায়।
ইউরোপের বাইরে জাপান ও অস্ট্রেলিয়াতেও এই ভাইরাস সংক্রমিত লোক চিহ্নিত হয়েছে।
শুক্রবার জাপানের কর্তৃপক্ষ জানায়, যুক্তরাজ্য থেকে বিমানে করে জাপানে যাওয়া পাঁচ ব্যক্তির দেহে করোনাইরাসের নতুন ভ্যরিয়েন্ট পাওয়া গেছে।
এর পর ৪০টিরও বেশি দেশ যুক্তরাজ্যের সাথে বিমান যোগাযোগ বন্ধ করে দেয়।








