২০২০ সালের ক্যালেন্ডার: ১২ মাসের ১২টি ছবিতে অবিস্মরণীয় এক বছর

২০২০: ছবিতে ফিরে দেখা

ছবির উৎস, Getty Images

মনে আছে ২০১৯ সালের সেই সময়ের কথা, যখন নতুন এক দশক শুরুর আগে বিশ্ব অনেক আশা নিয়ে তাকিয়ে ছিল সামনে?

কিন্তু যে রকমটা আশা করা হয়েছিল, সেভাবে কিছুই ঘটেনি। ২০২০ সালে করোনাভাইরাসের মহামারি সারা পৃথিবী তছনছ করে দিয়েছে, বিপুল যন্ত্রণার কারণ হয়েছে।

কিন্তু ২০২০ সাল একই সঙ্গে ছিল এক অসম্ভব সুন্দর বছর। অনেক রস, রঙ আর অদম্য মানবতার বছর। এই ছবিগুলো যেন তারই প্রমাণ। ২০২০ সালের প্রতি মাসে তোলা একটি করে ছবি দিয়ে তৈরি এই ক্যালেন্ডারটি।

জানুয়ারি

চীনে ছড়িয়ে পড়েছিল এক প্রাণঘাতী ভাইরাস, কিন্তু তখনো পর্যন্ত এর সম্পর্কে জানা গেছে খুব কমই। যথাযথ সুরক্ষা সামগ্রীর অভাবে মানুষ বিকল্প হিসেবে বেছে নিয়েছে প্রতিদিনের নিত্যব্যবহার্য জিনিস।

করোনাভাইরাস থকে বাঁচতে বোতল কেটে বানানো শিল্ড এবং মাস্ক পরেছে চীনা শিশুরা।

ছবির উৎস, Getty Images

ফেব্রুয়ারি

বিশ্বের মানুষকে সম্মোহিত করে রেখেছিল সুপারমুন। জ্যোর্তিবিদ্যার দিক থেকে এটি ছিল বছরের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা। তুরস্কের এডির্নে শহরে ষোড়শ শতকের সেলিমিয়ে মসজিদের মিনারের কাছ থেকে এই ছবি তোলা হয়েছিল ।

এডির্নে শহরে সেলিমিয়ে মসজিদের মিনারের পটভূমিতে তোলা সুপারমুনের ছবি।

ছবির উৎস, Getty Images

মার্চ

করোনাভাইরাসের নিষেধাজ্ঞার কারণে ২০২০ সালে আমরা অনেকেই দীর্ঘ সময় কাটিয়েছি অনলাইনে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ, কাজ, শপিং এগুলো তো আছেই। তার সঙ্গে ক্লাশও চলেছে অনলাইনে। হংকং এর এই শিক্ষক যেমন তার অনলাইন ক্লাসের জন্য পাঠ রেকর্ড করছেন।

স্মার্টফোন দিয়ে ছাত্রদের জন্য পাঠ রেকর্ড করছেন এক শিক্ষক।

ছবির উৎস, Getty Images

এপ্রিল

সামাজিক দূরত্বের জন্য নেয়া নানা পদক্ষেপের কারণে মানুষকে তাদের কাজ চালিয়ে নেয়ার জন্য বহু ধরণের সৃষ্টিশীল পথ খুঁজে নিতে হয়েছে। যুক্তরাষ্ট্রের এক রোমান ক্যাথলিক পাদ্রী একটি ওয়াটার পিস্তল দিয়ে তার গির্জায় আসা মানুষের ওপর পবিত্র জল ছিটিয়ে দিচ্ছেন।

ওয়াটার পিস্তল দিয়ে পবিত্র জল ছেটাচ্ছেন এক যাজক।

ছবির উৎস, Jim West/ZUMA Wire/Shutterstock

মে

যুক্তরাষ্ট্রে এক আফ্রিকান-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডকে পুলিশ গ্রেফতারের পর যেভাবে মেরে ফেলেছিল সে ঘটনা বিশ্ব জুড়ে বর্ণবাদ এবং পুলিশি নিষ্ঠুরতার বিরুদ্ধে বিরাট আন্দোলনের সূচনা করে। যুক্তরাষ্ট্র জুড়ে যেসব বিক্ষোভ হয়েছিল ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর এই বিক্ষোভ ছিল তার শুরুর দিকের একটি।

পুলিশ অফিসারের মুখোমুখি এক বিক্ষোভকারী।

ছবির উৎস, Getty Images

জুন

প্রথম দফা লকডাউনের পর বার্সেলোনার গ্রান্ড থিয়েটার যখন বেশ সাড়ম্বরে খোলা হয়েছিল, তখন সেখানে নার্সারি থেকে আনা দুই হাজারের বেশি চারাগাছের সামনে প্রথম অনুষ্ঠানটি করা হয়। এই কঠিন দুঃসময়েও শিল্পের গুরুত্ব যে কত বেশি, তা ফুটিয়ে তোলাই ছিল এর লক্ষ্য।

দর্শকশুন্য হলে কয়েক হাজার চারাগাছের সামনে সঙ্গীত পরিবেশন।

ছবির উৎস, Reuters

জুলাই

কেনিয়ায় যখন পঙ্গপাল এসে এক নারীর ক্ষেতের ফসল ধ্বংস করছে, তখন তা অসহায় ভাবে দেখছেন তিনি। ইরান, পাকিস্তান এবং ভারতের বিস্তীর্ণ অঞ্চলের ফসল ধ্বংস করার পর এই পঙ্গপাল পূর্ব আফ্রিকার দিকে অগ্রসর হয়।

ফসলের ক্ষেতে পঙ্গপালের আক্রমণের সামনে এক অসহায় নারী।

ছবির উৎস, Reuters

অগাস্ট

লেবাননের বৈরুত বন্দর ধ্বংস করে দিয়েছিল যে বিস্ফোরণ, পরমাণু বোমার কথা বাদ দিলে তা ছিল বিশ্বের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এক বিস্ফোরণ । এ ঘটনায় প্রায় দুশো মানুষ নিহত হয়। আহত হয় আরও হাজার হাজার মানুষ। পিয়ানো বাদক রেমন্ড এসিয়ান এই বিস্ফোরণের ধাক্কায় আহত হন এবং গৃহহীন হয়ে পড়েন।

বৈরুতের বন্দরে বিস্ফোরণের পর ধ্বংস হয়ে যাওয়া ঘরে নিজের পিয়ানো বাজাচ্ছেন রেমন্ড এসিয়ান।

ছবির উৎস, Getty Images

সেপ্টেম্বর

এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক দাবানলে ক্ষতিগ্রস্ত হয় ব্রাজিলের আমাজন বনাঞ্চল। এটি পরিবেশবাদী এবং সংরক্ষণবাদীদের মধ্যে উদ্বেগ তৈরি করে। এই জাগুয়ারটি পানটানাল অঞ্চলের দাবানল থেকে বেঁচে যায়। কিন্তু তার পায়ের থাবা পুড়ে যায়।

আগুনে পুড়ে যাওয়া এই জাগুয়ারের পায়ের থাবায় ব্যান্ডেজ বেঁধে দেয়া হয়েছে।

ছবির উৎস, Reuters

অক্টোবর

করোনাভাইরাসের সংক্রমণ যখন উঠানামা করছিল, তখন বিভিন্ন দেশের সরকারকে বার বার লকডাউনের নিয়ম-কানুন কঠোর বা শিথিল করতে হচ্ছিল। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বলছিল, করোনাভাইরাসের কারণে তাদের ভবিষ্যৎ অন্ধকার। ইটালির রাজধানী রোমের এই রেস্টুরেন্ট তাদের ব্যবসা যে পথে বসতে চলেছে তা বোঝাতে এই কংকালের সামনে খাবার পরিবেশনের মাধ্যমে তা প্রতীকীভাবে তুলে ধরে।

ব্যবসার মৃতপ্রায় অবস্থা ফুটিয়ে তুলতে রেস্টুরেন্টে খাবারের টেবিলে কংকালের সামনে খাবার পরিবেশন।

ছবির উৎস, Getty Images

নভেম্বর

থাইল্যান্ডের মিত্রি চিটিনুয়ানদা ছিলেন রাজপরিবারের ঘোরতর সমর্থক। কিন্তু এবছর থাইল্যান্ডে গণতান্ত্রিক সংস্কার এবং রাজতন্ত্রের ক্ষমতা খর্ব করার দাবিতে যে অভূতপূর্ব বিক্ষোভ শুরু হয়, সেটির পর তিনি পক্ষ বদলান। তিন আঙ্গুলের আকারে মিত্রি তার চুল কেটেছেন হাঙ্গার গেমস দ্বারা অনুপ্রাণিত হয়ে। থাইল্যন্ড জুড়ে আরও অনেক বিক্ষোভকারীরা তাদের হেয়ারস্টাইলে এই প্রতীক ব্যবহার করেছেন।

রাজতন্ত্র বিরোধী বিক্ষোভের প্রতীক হয়ে উঠেছে তিন আঙ্গুলের এই হেয়ারস্টাইল।

ছবির উৎস, Reuters

ডিসেম্বর

করোনাভাইরাসের দাপটে পৃথিবী তছনছ হয়ে যাওয়ার উপক্রম, কিন্তু তার মধ্যেও মহাকাশ নিয়ে প্রতিযোগিতা থেমে নেই। চীন হচ্ছে দ্বিতীয় কোন দেশ, যারা চাঁদের মাটিতে তাদের পতাকা পুঁততে পেরেছে। একই সঙ্গে গত ৪৪ বছরের মধ্যে এই প্রথম চাঁদের মাটি পৃথিবীতে সফলভাবে বহন করে আনলো তাদের চ্যাঙই-৫ নভোযান।

চাঁদের মাটিতে চীনের পতাকা।

ছবির উৎস, EPA

সব ছবির কপিরাইট সংরক্ষিত।