দিয়েগো ম্যারাডোনা: ছবিতে একটি অসাধারণ ক্যারিয়ারের গল্প

দিয়েগো ম্যারাডোনা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দিয়েগো ম্যারাডোনা- ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়, একটি ট্রেনিং সেশনে, সাবেক স্ত্রী ক্লদিয়ার সাথে এবং তাদের কন্যা দালমা ও জিয়ানিনা।

ঠিক বর্ণিল বললেও যথাযথভাবে বোঝানো যায়না তাকে। দিয়েগো ম্যারাডোনা ছিলেন সত্যিকার অর্থেই ফুটবল জিনিয়াস ও বিতর্কে ভরপুর এক ব্যক্তিত্ব।

মাতৃভূমি আর্জেন্টিনা থেকে শুরু করে ইটালি, বিশ্বকাপের গৌরব ও মাদকে পতন সব কিছু উঠে আসা দেখুন ছবিতে।

বিশ্বকাপে অভিষেক হলো ১৯৮২ সালে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিশ্বকাপে অভিষেক হলো ১৯৮২ সালে।
দিয়েগো ম্যারাডোনা ও পিটার শিলটন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ঝড়ের আগে শান্তির পরিবেশ: ৮৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের আগে ইংলিশ গোলকিপার পিটার শিলটনের সাথে হ্যান্ডশেক করছেন
'হ্যান্ড অফ গড' যাকে বলা হয় 'গোল অফ সেঞ্চুরি'

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, 'হ্যান্ড অফ গড' যাকে বলা হয় 'গোল অফ সেঞ্চুরি'
বিশ্বকাপ জয়

ছবির উৎস, Rex Features

ছবির ক্যাপশান, বিশ্বকাপ জয়
দিয়েগো ম্যারাডোনা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কাপ কিং: ন্যাপোলির আইকন। ক্লাব দশ নম্বর জার্সি আর কাউকে দেয়নি তার সম্মানে। সেখানে ১৯৮৯ সালে উয়েফা ছাড়া দুটি লিগ শিরোপা জিতেছেন ম্যারাডোনা
২০০১ সালে দিয়েগো ম্যারাডোনা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ২০০১ সালের ছবি, মাদক থেকে মুক্ত হওয়ার চেষ্টা
লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, লিওনেল মেসির সাথে। মেসির দলের ম্যানেজার ছিলেন ২০১০ সালের বিশ্বকাপে।
রাশিয়ায় দিয়েগো ম্যারাডোনা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পোস্টার বয়: রাশিয়া বিশ্বকাপে নিজের পোস্টারের সাথে ম্যারাডোনা