করোনা ভাইরাস: বাংলাদেশে নতুন শনাক্ত দেড় হাজারের বেশি রোগী, মৃত্যু ২২ জনের

করোনাভাইরাস পরীক্ষা

ছবির উৎস, Getty Images

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

এই সময়ে নতুন করে আরও ১,৫৩৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫,৫৭৭ জনের মৃত্যু হলো।

আর এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৮১ হাজার ২৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার হিসাবে বাংলাদেশে এখন প্রতি ১০০ জনে আক্রান্ত হচ্ছেন ১১.১৩ জন।

সরকারি তথ্য

ছবির উৎস, Bangladesh Health Department

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৪৮২ জন। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৮৭৩ জন।

সরকারি তথ্য অনুযায়ী, প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৭.৬০ জনের বেশি সুস্থ হয়ে উঠছেন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ৯৮ হাজার ৩৭ জনের।

এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৮.১৭ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ, ৫ জন নারী। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪,২৯২ জন আর নারী ১,২৮৫ জন।

যারা মারা গেছেন তাদের মধ‍্যে বেশির ভাগের বয়স ৬০-এর উপরে।

Banner image reading 'more about coronavirus'
Banner