করোনা ভাইরাস: বাংলাদেশে মৃতের সংখ্যা চার হাজারের দোরগোড়ায়

মাস্ক পরে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করছেন সাধারণ মানুষ।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মাস্ক পরে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করছেন সাধারণ মানুষ।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,৯৭৩ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আর এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন।

এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৩,৯৪১ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১০,৮০১ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৮.২৭ শতাংশ।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৪২ হাজার ৬৫৬ টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.৪২ শতাংশ।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,৫২৪ জন।

এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ০৯১ জন।

নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ১০ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৭৯ ভাগই পুরুষ।

Banner image reading 'more about coronavirus'
Banner