বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠক: সম্পর্ক এগিয়ে নিতে চায় দুই দেশ

ছবির উৎস, MEA.GOV.IN
বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিবদের বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও উন্নত করার বিষয়কে অগ্রাধিকার দেয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের শীতলতা বা অস্বস্তি নিয়ে নানা আলোচনা যে চলছে, সে ব্যাপারে ঢাকায় দেশ দু'টির পররাষ্ট্র সচিবদের এই বৈঠকে একে অপরের দৃষ্টি আকর্ষণ করেছে।
দুইপক্ষই বলেছে, এখন যে কোন সময়ের তুলনায় ভাল সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ককে আরও এগিয়ে নেয়া হবে।
ঢাকায় স্থানীয় একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা সাংবাদিকদের প্রশ্নে বলেছেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে যে সোনালী অধ্যায় চলছে, তা অব্যাহত থাকবে।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের প্রশ্নে বলেছেন, সামাজিক মাধ্যমে দুই দেশের সম্পর্ক নিয়ে যে কথাবার্তা চলছিল, সে ব্যাপারে পরস্পরের দৃষ্টি আকর্ষণ করেছে এবং সম্পর্ককে আরও বেগবান করার ব্যাপারে আলোচনা হয়েছে।

ছবির উৎস, Getty Images
আরো পড়তে পারেন:
করোনাভাইরাস মহামারি পরিস্থিতি সামাল দেয়া এবং ভ্যাকসিন ইস্যুতে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক যখন ঘনিষ্ঠ হয়েছে বলে অনেক বিষয় দৃশ্যমান হচ্ছে। এছাড়া পাকিস্তানের সাথে বাংলাদেশের যোগাযোগ হয়েছে।
সেখানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের শীতলতা বা অস্বস্তি তৈরি হয়েছে, এমন সব আলোচনা সামাজিক মাধ্যমে এবং সংবাদ মাধ্যমেও চলছে কিছুদিন ধরে।
এমন প্রেক্ষাপটেই ভারতের পররাষ্ট্র সচিব আকস্মিক এই সফরে ঢাকায় আসেন।
ফলে এই সফরকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের বিষয়টিই আলোচনায় এসেছে।
দুই সচিবের বৈঠক থেকেও দুই দেশের ভাল সম্পর্কের বিষয়েও বক্তব্য তুলে ধরা হলো।
ভারতের পররাষ্ট্র সচিব তার সফরে প্রথম দিনে গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন।








