করোনা ভাইরাস: কোভিড-১৯ পরীক্ষার ফি কমালো বাংলাদেশের সরকার

বাংলাদেশে করোনাভাইরাস টেস্টে কতটা প্রকৃত চিত্র পাওয়া যায়, তা নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশে করোনাভাইরাস টেস্টে কতটা প্রকৃত চিত্র পাওয়া যায়, তা নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের

বাংলাদেশে সরকারিভাবে করোনাভাইরাসের পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুথ বা হাসপাতালে নমুনা দেয়ার ক্ষেত্রে বর্তমান ফি ২০০ টাকার স্থলে ১০০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে। বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে ৫০০ টাকার ফি ৩০০ টাকা করা হয়েছে।

বুধবার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন।

গত ২৯শে জুন জারি করা একটি পরিপত্রে সরকার জানিয়েছিল, করোনাভাইরাস পরীক্ষার জন্য বুথ থেকে নমুনা সংগ্রহ এবং হাসপাতালে ভর্তি রোগীর ক্ষেত্রে ২০০ টাকা করে এবং বাসা থেকে নমুনা সংগ্রহ করলে ৫০০ টাকা করে দিতে হবে।

বিনামূল্যে পরীক্ষা থাকায় অনেক ক্ষেত্রে অপব্যবহার করা হচ্ছে বলে সেই সময় কর্মকর্তারা জানিয়েছিলেন। তবে স্বাস্থ্য বিশ্লেষকরা তখন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, এর ফলে লক্ষণ থাকার পরেও অনেকে টেস্ট করাতে নিরুৎসাহিত হবেন।

তবে বেসরকারি হাসপাতালে পরীক্ষার ফি আগের মতোই সাড়ে ৩ হাজার টাকা থাকছে। বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে আরো এক হাজার টাকা দিতে হয়।

গত কিছুদিন ধরে বাংলাদেশে করোনাভাইরাসের পরীক্ষার সংখ্যা অনেক কমে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফ্রিংয়ে লক্ষণ থাকলে পরীক্ষা করানোর জন্য আহবানও জানানো হয়েছে।

Banner image reading 'more about coronavirus'
Banner