করোনা ভাইরাস: স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ।
তিনি ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের একজন অধ্যাপক।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে গত ২১ শে জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।
করোনাভাইরাস শনাক্তে ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগে রিজেন্ট হাসপাতাল বন্ধ করে দেয়ার পর থেকেই মন্ত্রণালয় এবং অধিদফতরের পরস্পরকে দোষারোপের মধ্যেই পদত্যাগ করেন অধ্যাপক আবুল কালাম আজাদ।
২৩শে জুলাই রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে পদত্যাগ পত্র গ্রহণ করেন।
তারপরই এই নতুন নিয়োগ ঘোষণা করা হল।
এদিকে, বৃহস্পতিবার বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয় ফরিদ হোসেন মিঞাকে।
বুধবার মোঃ আমিনুল হাসানকে ওই পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
বর্তমানে মি. হাসানকে ওএসডি রাখা হয়েছে।










