করোনা ভাইরাস: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মারা গেলেন আরো ৫০ জন

করোনাভাইরাস

ছবির উৎস, NurPhoto

বাংলাদেশের গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,৮৫৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

এই সময়ে এই রোগে মৃত্যু হয়েছে আরও ৫০ জনের।

ফলে এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে মোট ২,৮০১ জনের।

আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো দুই লাখ ১৬ হাজার ১১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৩৯৮জনের।

এখন পর্যন্ত মোট ১০ লাখ ৭৯ হাজার ৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Banner image reading 'more about coronavirus'
Banner

অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, নতুন করে মারা যাওয়া ৫০ জনের মধ্যে পুরুষ ৪১ জন ও নারী নয় জন।

এ পর্যন্ত মোট মারা যাওয়া ব্যাক্তিদের মধ্যে পুরুষ দুই হাজার ২০৯জন , এবং নারী ৫৯২ জন।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে ৩১-৪০ বছর তিন জন, ৪১-৫০ বছরের সাত জন, ৫১-৬০ বছরের ১২ জন,এবং ৬১-৭০ বছরের ১৬ জন রয়েছেন।

এছাড়া ৭১-৮০ বছরের আটজন এবং ৮১-৯০ বছরের চারজন মানুষ মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,০০৬ জন।

এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ১৯ হাজার ২০৮ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ২,৮৫৯ জন, এবং কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন ২,৩২৪ জন।

এ পর্যন্ত মোট কোয়ারেন্টিন করা হয়েছে চার লাখ ১৯ হাজার ৭৯১ জনকে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আইোলেশনে যুক্ত হয়েছেন ৬৯৭ জন।