করোনা ভাইরাস: দুই লাখ ছাড়াল বাংলাদেশে কোভিড-১৯ রোগীর সংখ্যা

বাংলাদেশে সংক্রমণ বেড়েই চলেছে

ছবির উৎস, Getty Images

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,৭০৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। আর এই সময়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের।

এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ২,৫৮১ জনের মৃত্যু হল। আর করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ২,০২,০৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,৩৭৩ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১,১০,০৯৮ জন।

অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০,৯২৯টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০,১৭,৬৭৪টি।

বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের লক্ষ্যে প্রথমবারের মতো নমুনা পরীক্ষা শুরু হয় গত ২১শে জানুয়ারি। সেই হিসেবে ১০ লক্ষ নমুনা পরীক্ষা করতে বাংলাদেশের প্রায় ছয় মাস সময় লাগলো।

গত ৮ই মার্চ স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ঘোষণা করে যে বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর কোভিড-১৯ রোগে মৃত্যুর কথা প্রথম ঘোষণা করা হয় ১৮ই মার্চ।

Banner image reading 'more about coronavirus'
Banner