করোনা ভাইরাস: কন্যা-সহ ঐশ্বরিয়া রাইও এবার আক্রান্ত, অমিতাভ ও রেখার বাংলো সিল

জনতা কারফিউ-র দিনে তালি বাজাচ্ছেন বচ্চন পরিবারের সদস্যরা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, জনতা কারফিউ-র দিনে তালি বাজাচ্ছেন বচ্চন পরিবারের সদস্যরা
    • Author, শুভজ্যোতি ঘোষ
    • Role, বিবিসি বাংলা, দিল্লি

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও নাতনি আরাধ্যাও করোনা আক্রান্ত হিসেবে নিশ্চিত হয়েছেন।

আজ (রবিবার) দুপুরে ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্যার সোয়াব টেস্টের ফলাফলে তাদের করোনা পজিটিভ হওয়ার কথা জানা গেছে।

ভারতের 'টাইমস নাও' নিউজ চ্যানেল জানাচ্ছে, ঐশ্বরিয়া ও আরাধ্যা কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হলেও অমিতাভের স্ত্রী জয়া বচ্চন অবশ্য করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হননি – তার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

এদিন সকালে মুম্বাই পুর কর্তৃপক্ষের তরফে শহরে বচ্চন পরিবারের বাসভবন 'জলসা'-কে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে সেটিকে সিল করে দেওয়া হয়েছে।

অমিতাভ বচ্চনের বাড়ি সিল করে স্যানিটাইজ করছেন পুরকর্মীরা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অমিতাভ বচ্চনের বাড়ি সিল করে স্যানিটাইজ করছেন পুরকর্মীরা

ঘটনাচক্রে এর কয়েক ঘন্টা আগে শনিবার রাতে বলিউডের আর এক লেজেন্ড, অভিনেত্রী রেখার বাসভবনের এক নিরাপত্তারক্ষীও করোনা পাজিটিভ হিসেবে শনাক্ত হন।

এরপর বৃহন্মুম্বই মেট্রোপলিটান কর্পোরেশন (বিএমসি)-র পক্ষ থেকে রেখার বাসভবনের একাংশও সিল করে দেওয়া হয়।

অমিতাভ ও রেখা দুজনেই বলিউডে প্রায় সমসাময়িক, তাদের জুটিকেও মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির 'ফোকলোর' বা লোকগাথার অংশ বলে ধরা হয়।

রেখা নিজেরও করোনা টেস্ট করাচ্ছেন বলে বিএমসি-কে জানিয়েছেন।

ইতিমধ্যে অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক – দুজনকেই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।

শনিবার রাতে নিজেই টুইট করে অভিষেক অবশ্য জানিয়েছেন, "আমার ও বাবার এদিন কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ রেজাল্ট এসেছে।"

করোনা টেস্ট করাচ্ছেন অভিনেত্রী রেখা-ও

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, করোনা টেস্ট করাচ্ছেন অভিনেত্রী রেখা-ও

"দুজনেই আমরা হাসপাতালে ভর্তি আছি, তবে আমাদের উপসর্গ মৃদু-ই!"

সাতাত্তর-বছর বয়সী অমিতাভ বচ্চনকে নানাবতী হাসপাতালের একটি আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে বলে জানা গেছে।

রবিবার সকালে সোশ্যাল মিডিয়াতে নিজেই একটি ভিডিও পোস্ট করে অমিতাভ বচ্চন হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এদিকে ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্যাকে অবশ্য আপাতত হাসপাতালে ভর্তি করানো হচ্ছে না – তারা বাড়িতেই হোম আইসোলেশনে থেকে কোভিডের চিকিৎসা নেবেন।

Banner image reading 'more about coronavirus'
Banner