ঝড়ের সময় নিউ ইয়র্কের হাডসন নদীর ওপর বজ্রপাত ও অন্যান্য ছবি

ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় একটি উৎসব হয়, যার নাম ইয়াদনিয়া কাসাদা। এই উৎসবে যারা যোগ দেন তারা সেখানকার একটি ঘুমন্ত আগ্নেয়গিরি মাউন্ট ব্রোমোতে গিয়ে তাদের দেবতা টেংগেরেসার জন্য ভাত, ফল এবং ফুল নৈবদ্য ছুঁড়ে দেন আগ্নেয়গিরি গহ্বরে। কিছু লোক জাল হাতে নিয়ে আগ্নেয়গিরির গহ্বরে নেমে পড়েন এবং ছুঁড়ে দেয়া নৈবদ্যগুলো লুফে নেয়ার চেষ্টা করেন।

ছবির উৎস, Ulet Ifansasti / Getty Images

ছবির ক্যাপশান, ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় একটি উৎসব হয়, যার নাম ইয়াদনিয়া কাসাদা। এই উৎসবে যারা যোগ দেন তারা সেখানকার একটি ঘুমন্ত আগ্নেয়গিরি মাউন্ট ব্রোমোতে গিয়ে তাদের দেবতা টেংগেরেসার জন্য ভাত, ফল এবং ফুল নৈবেদ্য ছুঁড়ে দেন আগ্নেয়গিরির গহ্বরে। কিছু লোক জাল হাতে নিয়ে আগ্নেয়গিরির গহ্বরে নেমে পড়েন এবং ছুঁড়ে দেয়া নৈবেদ্যগুলো লুফে নেয়ার চেষ্টা করেন।
ইন্দোনেশিয়ার বেপক শহরের কেরাস আর্ট গ্যলারিতে সে দেশের একজন শিল্পী হানাফির একটি শিল্পকর্মের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন এক নারী। ডাচ পোস্ট-ইমপ্রেশনিস্ট চিত্রকর ভিনসেন্ট ভ্যান গখের শিল্পকর্ম থেকে প্রেরণা নিয়ে এই গ্যালারিতে এখন একটি শো চলছে।

ছবির উৎস, Ajeng Dinar Ulfiana / Reuters

ছবির ক্যাপশান, ইন্দোনেশিয়ার বেপক শহরের কেরাস আর্ট গ্যলারিতে সে দেশের একজন শিল্পী হানাফির একটি শিল্পকর্মের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন এক নারী। ডাচ পোস্ট-ইমপ্রেশনিস্ট চিত্রকর ভিনসেন্ট ভ্যান গখের শিল্পকর্ম থেকে প্রেরণা নিয়ে এই গ্যালারিতে এখন একটি শো চলছে।
নিউইয়র্কে ঝড়ের সময় হাডসন নদীর ওপর বজ্রপাতের দৃশ্য। মাঝখানের সবচেয়ে উঁচু দালানটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।

ছবির উৎস, Gary Hershorn/Getty Images

ছবির ক্যাপশান, নিউইয়র্কে ঝড়ের সময় হাডসন নদীর ওপর বজ্রপাতের দৃশ্য। মাঝখানের সবচেয়ে উঁচু দালানটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।
Transparent line
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজের সামনে লাল-নীল ধোঁয়া।

ছবির উৎস, Sarah Silbiger / Reuters

ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজের সামনে লাল-নীল ধোঁয়া।
কেনিয়ার জাতীয় উদ্যানের বুক চিরে চলে গেছে একটি রেল লাইন। তারই স্তম্ভগুলোর ছায়ায় বিশ্রাম নিচ্ছে কিছু জেব্রা।

ছবির উৎস, Baz Ratner/Reuters

ছবির ক্যাপশান, কেনিয়ার জাতীয় উদ্যানের বুক চিরে চলে গেছে একটি রেল লাইন। তারই স্তম্ভগুলোর ছায়ায় বিশ্রাম নিচ্ছে কিছু জেব্রা।
ইংল্যান্ডে পাব, রেস্টুরেন্ট, চুল কাটার দোকান খুলে দেয়া হয়েছে। কিন্তু সবাইকে বলা হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে। এখানে লন্ডনের সোহো-তে এক পাবের সামনে এই লোকটিকে দেখা যাচ্ছে নিজের ওপর মদ ঢেলে দিতে।

ছবির উৎস, Peter Summers/Getty Images

ছবির ক্যাপশান, ইংল্যান্ডে পাব, রেস্টুরেন্ট, চুল কাটার দোকান খুলে দেয়া হয়েছে। কিন্তু সবাইকে বলা হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে। এখানে লন্ডনের সোহো-তে এক পাবের সামনে এই লোকটিকে দেখা যাচ্ছে নিজের গায়ে মদ ঢেলে দিতে।
হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডরসনের অমর সৃষ্টি 'দা লিটল মারমেইড' গল্পের অনুপ্রেরণায় তৈরি এই ভাস্কর্যটির বিকৃতি ঘটানো হয়েছে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের সাগর পাড়ে এই ভাস্কর্যটি বসানো আছে। পুলিশ ঐ ঘটনায় তদন্ত করে দেখছে।

ছবির উৎস, Mads Claus Rasmussen / AFP

ছবির ক্যাপশান, হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডরসনের অমর সৃষ্টি 'দা লিটল মারমেইড' গল্পের অনুপ্রেরণায় তৈরি এই ভাস্কর্যটির বিকৃতি ঘটানো হয়েছে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের সাগরপাড়ে এই ভাস্কর্যটি বসানো আছে। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে।
রাশিয়ার রাজধানী মস্কোর কাছে আলাবিনো শহরে চলছে ট্যাংকের দৌড়। এখানে একটি রুশ টি-৭২টুবিথ্রি ট্যাংককে গোলা ছুঁড়তে দেখা যাচ্ছে।

ছবির উৎস, Sergei Bobylev / Getty Images

ছবির ক্যাপশান, রাশিয়ার রাজধানী মস্কোর কাছে আলাবিনো শহরে চলছে ট্যাংকের দৌড়। এখানে একটি রুশ টি-৭২টুবিথ্রি ট্যাংককে গোলা ছুঁড়তে দেখা যাচ্ছে।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের এক বহুতল ভবনে আটকে থাকা বাসিন্দাদের জন্য খাবার নিয়ে যাচ্ছেন একজন ভলান্টিয়ার। করোনাভাইরাস মহামারির জন্য এই দালানের প্রায় ৩০০০ বাসিন্দা কঠোর লকডাউনে রয়েছেন।

ছবির উৎস, Darrian Traynor/Getty Images

ছবির ক্যাপশান, অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের এক বহুতল ভবনে আটকে থাকা বাসিন্দাদের জন্য খাবার নিয়ে যাচ্ছেন একজন ভলান্টিয়ার। করোনাভাইরাস মহামারির জন্য এই দালানের প্রায় ৩০০০ বাসিন্দা কঠোর লকডাউনে রয়েছেন।
ইংল্যান্ডের ডরসেট শহরে রয়েছে একটি মডেল শহর। এর নাম ইউমবোর্ন মডেল টাউন অ্যান্ড গার্ডেন্স। এখানে একজন ভলান্টিয়ারকে দেখা যাচ্ছে মডেল শহরটিতে ঝাড়পোঁছ করতে।

ছবির উৎস, Andrew Matthews/PA Media

ছবির ক্যাপশান, ইংল্যান্ডের ডরসেট শহরে রয়েছে একটি মডেল শহর। এর নাম ইউমবোর্ন মডেল টাউন অ্যান্ড গার্ডেন্স। এখানে একজন ভলান্টিয়ারকে দেখা যাচ্ছে মডেল শহরটিতে ঝাড়ামোছা করতে।

এখানে সব ছবির সর্বসত্ত্ব সংরক্ষিত।