করোনা ভাইরাস: গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৫৫ জনের মৃত্যু, তিন হাজারের বেশি শনাক্ত

বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে
ছবির ক্যাপশান, বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে বাংলাদেশে এই রোগে মোট ২,১৫১ জনের মৃত্যু হলো।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় আরও ৩,০২৭ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সব মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬৮,৬৪৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

তিনি আরও জানিয়েছেন যে গত ২৪ ঘণ্টায় ১৩,১৭৩টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে।

বাংলাদেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৮৭৩,৪৮০টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪৯ জন পুরুষ এবং ছয় জন নারী।

আর এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১,৯৫৩ জন। ফলে মোট সুস্থ হওয়াদের সংখ্যা দাঁড়ালো ৭৮,১০২ জনে।

Banner image reading 'more about coronavirus'
Banner