বান্দরবানে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ছয়জন

বান্দরবানের বাঘমারায় দুই গ্রুপের গোলাগুলিতে ছয়জন নিহত হয়েছেন।
এই ঘটনায় তিনজন আহত হয়েছেন, যাদের দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অপর আহত ব্যক্তিকে চকরিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার।
তিনি বলেছেন, সকাল সাতটার কিছু আগে এই ঘটনা ঘটেছে।
পুলিশ সুপার মিজ আখতার বিবিসিকে বলেছেন, পার্বত্য চট্টগ্রামভিত্তিক দুইটি স্থানীয় দলের মধ্যে এ সংঘর্ষ ঘটেছে।
"কিন্তু সেই দুইটি দল বা গ্রুপ কারা, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হলে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে না।"
তবে মিজ আখতার নিশ্চিত না করলেও পুলিশের আরেকটি সূত্র ইঙ্গিত দিয়েছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসের দুইটি পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে।
সকাল সাতটার কিছু আগে ওই গোলাগুলি শুরু হয়।
ঘটনাস্থলে এখন সেনাবাহিনী এবং পুলিশ কর্মকর্তারা রয়েছেন।
বাঘমারা নামক ওই জায়গাটি বান্দরবান শহর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত।
আরো পড়ুন:
এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of YouTube post








