করোনাভাইরাস: বাংলাদেশে এই প্রথম পরীক্ষার সংখ্যা ১০ হাজার ছাড়ালো, ১৬শ শনাক্ত

বাংলাদেশে সম্প্রতি বহু মানুষ ঈদ উপলক্ষে এক জেলা থেকে আরেক জেলা ভ্রমণ করায় লকডাউন কার্যকর থাকা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি সামাজিক দূরত্ব বজায় আছে কতটা সেটা নিয়ে সংশয় রয়েছে যথেষ্ট।

ছবির উৎস, SOPA Images

ছবির ক্যাপশান, বাংলাদেশে সম্প্রতি বহু মানুষ ঈদ উপলক্ষে এক জেলা থেকে আরেক জেলা ভ্রমণ করায় লকডাউন কার্যকর থাকা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি সামাজিক দূরত্ব বজায় আছে কতটা সেটা নিয়ে সংশয় রয়েছে যথেষ্ট।

বাংলাদেশে একদিন পর আবারো শনাক্তের সংখ্যা ১৬০০ পার করেছে, এবারে শনাক্ত হয়েছে ১৬১৭ জন।

দশ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে এই সংখ্যক রোগী শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত বাংলাদেশে ২৬৭৩৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ৪৩টি ল্যাব কাজ করছে নমুনা পরীক্ষায়, নতুন করে যোগ হয়েছে বেসরকারি ইউনাইটেড হাসপাতাল।

গত চব্বিশ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে মারা গেছেন ১৬ জন। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৩৮৬ জন।

সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজারের বেশি।

বাংলাদেশে সুস্থতার হার ১৯.৪৭%।

শনাক্ত রোগীর বিপরীতে মৃত্যুর হার ১.৪৪%।

নতুন যারা মারা গেছেন:

নতুন যে ১৬ জন মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় সাত জন, চট্টগ্রামে পাঁচ জন, সিলেটে এক জন এবং রংপুর তিন জন।

এই রোগীদের মধ্যে হাসকপাতালে ১২ জন এবং বাসায় ৪ জন মারা গেছেন।

  • ১০ বছরের নিচে মারা গেছেন ১ জন।
  • ২১ থেকে ৩০ বছর বয়সী মারা গেছেন ১ জন।
  • ৩১ থেকে ৪০ বছর বয়সী মারা গেছেন ১ জন।
  • ৪১ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যে মারা গেছেন ১ জন।
  • ৫১ থেকে ৬০ বছর বয়সী পাঁচ জন মারা গেছেন।
  • ৬১ থেকে ৭০ বছর বয়সীদের মধ্যে ৪ জন মারা গেছেন।
  • ৮১ এর ওপর মারা গেছেন ২ জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৩ জন নারী।

আইসোলেশনে নতুন করে তিনশো জন আছেন।

বিশ্বে সর্বশেষ যা জানা যাচ্ছে

জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪৯ লক্ষ ১ হাজার ৭৭৩ জন। তাদের মধ্যে ৩ লক্ষ ২৩ হাজার ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বের মোট ১৮৮টি দেশ বা অঞ্চলে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে।

যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৯১৯৩৮ জন।

যুক্তরাজ্যে ৩৫ হাজার ৪২২ জন।

ব্রাজিল এখন শনাক্তের সংখ্যার দিক থেকে তিন নম্বরে উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রে ১৫ লাখ এবং রাশিয়ায় প্রায় ৩ লাখ শনাক্তের পর ব্রাজিলে ২ লাখ ৭১ হাজার লোক শনাক্ত হয়েছে।

বিশ্বব্যাপী সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১৭ লাখ কোভিড-১৯ রোগী।

Banner image reading 'more about coronavirus'
Banner