করোনাভাইরাস: সাহায্য চেয়ে হটলাইনে ফোন করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ নিয়ে প্রচারণাও কম।
ছবির ক্যাপশান, নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ নিয়ে প্রচারণাও কম।

করোনাভাইরাস বিষয়ক সহায়তার সরকারি হটলাইন ৩৩৩-এ ফোন করে আলোচনা করার কারণে নাটোরের লালপুরের একজন স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নাটোরের লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা নিশ্চিত করেছেন যে পুলিশ অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রহণ করেছে।

সেলিম রেজা জানান, "১২ই এপ্রিল ভুক্তভোগী শহীদুল ৩৩৩ নম্বরে ফোন করে সহায়তা চাওয়ায় স্থানীয় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে আঘাত করেন। ঐ ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।"

বাংলাদেশের সামাজিক মাধ্যমে গত দু'দিন ধরে এক বৃদ্ধের রক্তাক্ত মুখের কয়েকটি ছবি বেশ ছড়িয়ে পড়ে।

ছবির বর্ণনায় বলা হয় যে সরকারি হটলাইন নম্বরে ফোন করে স্থানীয়দের জন্য সহায়তা চান ভুক্তভোগী ব্যক্তি।

ঐ ঘটনায় ক্রুদ্ধ হয়ে স্থানীয় একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাকে মেরে আহত করেন।

কিন্তু লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন সামাজিক মাধ্যমে যে ছবিটি ছড়িয়ে পড়েছে, সেটি অভিযোগকারী শহীদুলের নয়।

"শহীদুলকে অভিযুক্ত চেয়ারম্যান লাঠি দিয়ে কয়েকবার আঘাত করেছে, কিন্তু ভাইরাল হওয়া ছবিটি শহীদুলের নয়।"

পুলিশের কাছে করা অভিযোগের ভিত্তিতে প্রক্রিয়া অুনসরণ করে পদক্ষেপ নেয়া হবে বলে জানান লালপুর থানার ওসি।

Banner image reading 'more about coronavirus'
Banner