করোনাভাইরাস: বাংলাদেশে গণপরিবহন বন্ধ থাকবে ১১ই এপ্রিল পর্যন্ত

বাংলাদেশে সব ধরনের গণপরিবহন আগামী ১১ই এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশে সব ধরনের গণপরিবহন আগামী ১১ই এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

বাংলাদেশে সব ধরনের গণপরিবহন আগামী ১১ই এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

শনিবার এই তথ্য জানিয়েছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, '' পরিবর্তিত পরিস্থিতিতে জনস্বার্থের কথা বিবেচনা করে আগামী ১১ই এপ্রিল পর্যন্ত দেশব্যাপী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখার অনুরোধ করছি।এ পর্যন্ত আপাতত বন্ধ রাখবেন, পরবর্তী সিদ্ধান্ত পরবর্তীতে জানা যাবে।''

তবে জরুরি সেবার জন্য পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, পচনশীল দ্রব্য, ত্রাণবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এসব যানবাহনে মানুষ পরিবহন করা যাবে না বলেও তিনি জানান।

Banner image reading 'more about coronavirus'
Banner

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৪শে মার্চ থেকে বাংলাদেশের সব ধরণের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়। রেল, সড়ক, নৌপথের পাশাপাশি বন্ধ করে দেয়া হয় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচলও।

যাত্রীবাহী যানবাহন বা নৌযান চলাচল না করলেও পণ্যবাহী যানবাহন চলাচল করবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।