করোনাভাইরাস: বাংলাদেশে জুমার নামাজের সুন্নত ও নফল নামাজ বাসায় পড়ার অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন

বায়তুল মোকাররম মসজিদ

ছবির উৎস, NurPhoto

ছবির ক্যাপশান, বায়তুল মোকাররম মসজিদ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের মুসলিমদের শুক্রবার জুমার নামাজের সুন্নত এবং নফল নামাজ বাসায় পড়ার অনুরোধ জানিয়েছে দেশটির ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশন এর দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতি এ কথা জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদকে উদ্ধৃত করে জনসংযোগ কর্মকর্তা নিজামউদ্দিন জানিয়েছেন "করোনাভাইরাসের সংক্রমন এড়াতে সুন্নত এবং নফল নামাজ বাসা থেকে পড়ে আসুন, বিদেশ ফেরত ব্যক্তি, জ্বর, হাঁচি, কাশিতে আক্রান্ত ও অসুন্থ ব্যক্তিসহ কোয়রেন্টিনে থাকা ব্যক্তিগণ ঘরে জোহরের নামাজ পড়ুন"।

এর আগে ১৯শে মার্চ আরেকটি বিজ্ঞপ্তি দেয় ইসলামিক ফাউন্ডেশন

ছবির উৎস, ইসলামিক ফাউন্ডেশন

ছবির ক্যাপশান, এর আগে ১৯শে মার্চ আরেকটি বিজ্ঞপ্তি দেয় ইসলামিক ফাউন্ডেশন

ইসলামিক ফাউন্ডেশন বলছে আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এভাবেই জুমার নামাজ পড়তে হবে।

এর আগে ১৯ মার্চ ইসলামিক ফাউন্ডেশনের দেয়া আরেকটা বিজ্ঞপ্তিতে বর্তমান অবস্থায় কোন ধর্মীয় সমাবেশ আয়োজন না করার জন্যও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানায়।

বিবিসি বাংলায় আরো পড়ুন: