করোনাভাইরাস: যেভাবে জনশূন্য হয়ে গেল বিশ্বের জনপ্রিয় জায়গাগুলো

করোনাভাইরাস প্রাদুর্ভাবে বিশ্বের বহু জায়গায় থমকে গেছে প্রাণচাঞ্চল্য। এর মধ্যে কোনো কোনো জায়গায় তা হয়েছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আবার কোথাও কোথাও সাধারণ মানুষ নিজরাই সচেতন হয়ে নিয়েছেন পদক্ষেপ।

লন্ডনে ব্যস্ত সময়েও শূন্য মিলেনিয়াম ব্রিজে হেঁটে যাচ্ছেন এক নারী। বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বৃটিশ নাগরিকদের 'অপ্রয়োজনীয়' ভ্রমণ থেকে বিরত থাকার উপদেশ দিয়েছেন

ছবির উৎস, HANNAH MCKAY / Reuters

ছবির ক্যাপশান, লন্ডনে ব্যস্ত সময়েও শূন্য মিলেনিয়াম ব্রিজে হেঁটে যাচ্ছেন এক নারী। বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বৃটিশ নাগরিকদের 'অপ্রয়োজনীয়' ভ্রমণ থেকে বিরত থাকার উপদেশ দিয়েছেন
Presentational white space
ফরাসী শহর নিসে ভূমধ্যসাগরের দিকে তাকিয়ে একাকী এক ব্যক্তি। মঙ্গলবার থেকে ফ্রান্সে কঠোর অবরোধের ফলে অধিকাংশ মানুষের ওপর ঘরের ভেতরে থাকার সিদ্ধান্ত এসেছে।

ছবির উৎস, VALERY HACHE / Getty

ছবির ক্যাপশান, ফরাসি শহর নিসে ভূমধ্যসাগরের দিকে তাকিয়ে একাকী এক ব্যক্তি। মঙ্গলবার থেকে ফ্রান্সে কঠোর অবরোধের ফলে অধিকাংশ মানুষের ওপর ঘরের ভেতরে থাকার সিদ্ধান্ত এসেছে।
Presentational white space
দুবাইয়ের একটি সৈকতে ড্রোন দিয়ে তোলা ছবি। সৈকতটি পর্যটকদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাত প্রধান পর্যটন স্পট, সাংস্কৃতিক কেন্দ্র, সমুদ্রসৈকত, পার্ক ৩০শে মার্চ পর্যন্ত বন্ধ ঘোষনা করেছে। পাশাপাশি স্থগিত করা হয়েছে বিদেশিদের ভিসা দেয়া।

ছবির উৎস, MAHMOUD KHALED / EPA

ছবির ক্যাপশান, দুবাইয়ের একটি সৈকতে ড্রোন দিয়ে তোলা ছবি। সৈকতটি পর্যটকদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাত প্রধান পর্যটন স্পট, সাংস্কৃতিক কেন্দ্র, সমুদ্রসৈকত, পার্ক ৩০শে মার্চ পর্যন্ত বন্ধ ঘোষনা করেছে। পাশাপাশি স্থগিত করা হয়েছে বিদেশিদের ভিসা দেয়া।
Presentational white space
মিলানে জনহীন পিয়াজ্জা দুয়োমো। ইতালি জুড়ে মানুষের চলাফেরা সীমিত করার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। ফার্মেসি এবং খাবারের দোকান বাদে অন্য সব ধরণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে ইতালির সরকার।

ছবির উৎস, DANIEL DAL ZENNARO / EPA

ছবির ক্যাপশান, মিলানে জনহীন পিয়াজ্জা দুয়োমো। ইতালি জুড়ে মানুষের চলাফেরা সীমিত করার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। ফার্মেসি এবং খাবারের দোকান বাদে অন্য সব ধরণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে ইতালির সরকার।
Presentational white space
ভারত সরকার জনসমাগম নিষিদ্ধ করায় দিল্লিতে সফদর জংয়ের সমাধিতে নেই মানুষের আনাগোনা।

ছবির উৎস, ADNAN ABIDI / Reuters

ছবির ক্যাপশান, ভারত সরকার জনসমাগম নিষিদ্ধ করায় দিল্লিতে সফদর জংয়ের সমাধিতে নেই মানুষের আনাগোনা।
ভেনেজুয়েলার কারাকাসে মানবশূন্য ফ্রান্সিসকো ডে মিরান্ডা অ্যাভিনিউ। ভেনেজুয়েলার নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ঐ এলাকায় মানূষের কাছে গিয়ে তাদের বাড়িতে থাকার বিষয়ে অনুপ্রেরণা তৈরি করছে। পাশাপাশি কাজকর্ম বন্ধ করে সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার ব্যাপারেও উদ্বুদ্ধ করছে।

ছবির উৎস, Miguel Gutierrez / EPA

ছবির ক্যাপশান, ভেনেজুয়েলার কারাকাসে মানবশূন্য ফ্রান্সিসকো ডে মিরান্ডা অ্যাভিনিউ। ভেনেজুয়েলার নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ঐ এলাকায় মানূষের কাছে গিয়ে তাদের বাড়িতে থাকার বিষয়ে অনুপ্রেরণা তৈরি করছে। পাশাপাশি কাজকর্ম বন্ধ করে সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার ব্যাপারেও উদ্বুদ্ধ করছে।
Presentational white space
নিউ ইয়র্ক শহরে স্কুল, রেস্টুরেন্ট, বারসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে।

ছবির উৎস, JEENAH MOON / REUTERS

ছবির ক্যাপশান, নিউ ইয়র্ক শহরে স্কুল, রেস্টুরেন্ট, বারসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে।
Presentational white space
মাদ্রিদের কাছে আলকালা ডে হেনারেস শহরের শূন্য রাস্তায় টহলরত নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্য। স্পেনজুড়ে মানুষের ঘর থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জরুরি জিনিসপত্র বা ওষুধ কেনা এবং কাজে যাওয়ার জন্য তারা বাসা থেকে বের হতে পারবেন।

ছবির উৎস, FERNANDO VILLAR / EPA

ছবির ক্যাপশান, মাদ্রিদের কাছে আলকালা ডে হেনারেস শহরের শূন্য রাস্তায় টহলরত নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্য। স্পেনজুড়ে মানুষের ঘর থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জরুরি জিনিসপত্র বা ওষুধ কেনা এবং কাজে যাওয়ার জন্য তারা বাসা থেকে বের হতে পারবেন।
Presentational white space
অস্ট্রিয়ার ভিয়েনায় জনশূন্য স্কয়ারে বসে আছেন দু'জন। এক জায়গায় পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে অস্ট্রিয়ার সরকার

ছবির উৎস, HELMUT FOHRINGER / AFP

ছবির ক্যাপশান, অস্ট্রিয়ার ভিয়েনায় জনশূন্য স্কয়ারে বসে আছেন দু'জন। এক জায়গায় পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে অস্ট্রিয়ার সরকার
Presentational white space
লেবাননে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার পর

ছবির উৎস, ALI HASHISHO / REUTERS

ছবির ক্যাপশান, লেবাননে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার পর
Presentational white space
A lone couple take a tourist boat on the Chao Phraya River in Bangkok. 16 March

ছবির উৎস, LILLIAN SUWANRUMPHA / AFP

ছবির ক্যাপশান, থাইল্যান্ডে একটি টুরিস্ট বোটে দুইজন পর্যটক। থাইল্যান্ডে পর্যটকের সংখ্যা অনেক কমেছে।
Presentational white space

সবকটি ছবি কপিরাইটের অন্তর্ভূক্ত