করোনাভাইরাস: বাংলাদেশে 'হোম কোয়ারেন্টিন' কতটুকু নিশ্চিত হচ্ছে

ইটালি ফেরত বাংলাদেশিদের একটি হজক্যাম্পে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে বাড়িতে গিয়ে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইটালি ফেরত বাংলাদেশিদের একটি হজক্যাম্পে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে বাড়িতে গিয়ে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে
    • Author, মুন্নী আক্তার
    • Role, বিবিসি বাংলা, ঢাকা

সপ্তাহখানেক আগে ওমরাহ করে দেশে ফিরেছেন ঢাকার পাশের একটি জেলার এক বাসিন্দা।

আপনি কি হোম-কোয়ারেন্টিনে থাকছেন? টেরিফোনে বিবিসির এই প্রশ্নে তিনি যেন কিছুটা আকাশ থেকে পড়লেন। কথায় কথায় বেরুলো হোম-কোয়ারেন্টিন কী তা নিয়ে পরিষ্কার কোনো ধারণাই তার নেই। আর দশটা মানুষের মতই চলাফেরা করছেন, বাইরে যাচ্ছেন।

"ওইভাবে আসলে কোথাও আমাকে ডিরেকশন দেয়া হয়নি," তিনি বলেন।

কিভাবে, কোথায় থাকতে হবে, না থাকলে কী হবে সে বিষয়ে তাকে তেমন কিছু জানানো হয়নি বলেই তিনি এ নিয়ে ভাবছেন না।

দুই সপ্তাহ আগে মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে ফিরেছেন এক প্রবাসী শ্রমিক। তার সাথে যখন কথা হচ্ছিল তখন স্থানীয় একটি বাজারে ছিলেন তিনি।

তিনি জানান, সপ্তাহ খানেক ধরে বাড়ি নির্মাণের কাজ করছেন তিনি। ইট, বালুর মতো নির্মাণ সামগ্রী তিনি মিস্ত্রির সাথে গিয়ে নিজেই কিনেছেন।

হোম-কোয়ারেন্টিন সম্পর্কে তার যে কোনো ধারণা রয়েছে, বোঝা গেলনা।

গত ৬ই মার্চ প্রতিবেশী একটি দেশ থেকে বন্ধুদের সাথে স্থলপথে দেশে ফিরেছেন এক শিক্ষার্থী।

হোম কোয়ারেন্টিনের নির্দেশনা মেনে চলছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কয়েকদিন আগে মাত্র এ বিষয়ে জেনেছেন তিনি।

ফলে দেশের বাইরে থেকে ফিরলেও সে নির্দেশনা মেনে চলতে পারেননি।

"এখন টিভিতে দেখি যে বাইরে থেকে আসলে ১৪ দিন ঘরে থাকতে হবে। এর আগে জানতাম না।"

যে তিনজন বিদেশ ফেরত মানুষের সাথে বিবিসির কথা হয়েছে, তাদের কেউই বাড়িতে কোয়ারেন্টিনে থাকছেন না। তাদের দুজনের হোম-কোয়ারেন্টিন সম্পর্কে কার্যত কোনো ধারণা নেই। তাদের অনুরোধে এবং তাদের নিরাপত্তার স্বার্থে নাম দেওয়া হলোনা।

বাংলাদেশে সরকারিভাবে নির্দেশ দেয়া হয়েছে যে, বিদেশ থেকে ফেরা মানুষদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এই নির্দেশ না মানলে জেল-জরিমানার কথাও বলা হয়েছে।

রবিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে হোম কোয়ারেন্টিনের নির্দেশনা যে অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না সে বিষয়টি তুলে ধরেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, অনেকেই যেহেতু হোম কোয়ারেন্টাইন সঠিকভাবে মেনে চলছেন না তাই বিদেশ থেকে কেউ আসলে তাকে আগে হজ ক্যাম্পে নেয়া হচ্ছে।

তিনি বলেন, উপসর্গ না থাকলেও ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

ঢাকা বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ঢাকা বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে

আরো পড়তে পারেন:

বাংলাদেশে এ পর্যন্ত শনাক্ত হওয়া করোনাভাইরাসে আক্রান্ত পাঁচজনের মধ্যে চার জনই বিদেশ থেকে আসা।

এমন অবস্থায়, চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ ইটালি থেকে গত দুই দিনেই বাংলাদেশে ফিরেছে সাড়ে তিনশর বেশি মানুষ।

এদের মধ্যে ১৪২ জনকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

আর আজ (রোববার) ঢাকায় পৌঁছানো ২১০ জনকেও পরীক্ষা-নিরীক্ষার পর হোম কোয়ারেন্টিনের জন্য বাড়িতে পাঠানো হবে বলেও জানানো হয়।

তবে বাড়িতে তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করা কতটা সম্ভব হচ্ছে এমন প্রশ্নের উত্তরে আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহায়তা নেয়া হচ্ছে।

"এবার হোম কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে প্রশাসনের সাথে যোগাযোগ করে। যাতে তারা জানতে পারেন যে কে কোথায় গেল যাতে করে ফলোআপ করা যায়।"

এখন থেকে যাদের কোয়ারেন্টিনে রাখা হবে তারা বাড়িতে থাকলেও সরকারি নজরদারিতে থাকবেন বলে তিনি বলেন।

বাংলাদেশে এ পর্যন্ত ২৩১৪ জন মানুষকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।