অস্কার ২০২০: কোরিয়ান চলচ্চিত্র 'প্যারাসাইট' জিতলো সেরা চলচ্চিত্রের অস্কার

সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা নির্মাতা ও সেরা মৌলিক চিত্রনাট্যের জন্যও পুরস্কার জিতেছেন প্যারাসাইটের পরিচালক বং জুন-হো

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা নির্মাতা ও সেরা মৌলিক চিত্রনাট্যের জন্যও পুরস্কার জিতেছেন প্যারাসাইটের পরিচালক বং জুন-হো

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র প্যারাসাইট এ বছরের অস্কারের আসরে সেরা চলচ্চিত্রের পুরষ্কার জিতেছে। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো ইংরেজি ভাষা ছাড়া অন্য কোন ভাষায় নির্মিত কোন চলচ্চিত্র শীর্ষ এই পুরস্কারটি পেলো।

রেনে জেলওয়েগার জুডি চলচ্চিত্রে জুডি গার্ল্যান্ডের ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেছেন। আর জোকার চলচ্চিত্রে অভিনয়ের জন্য ওয়াকিন ফিনেক্স সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছেন।

ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড এবং ম্যারিজ স্টোরিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন যথাক্রমে ব্র্যাড পিট এবং লরা ডার্ন।

সব মিলিয়ে চারটি পুরস্কার জিতেছে প্যারাসাইট। আর স্যার স্যাম মেন্ডেসের '১৯১৭' জিতেছে তিনটি।

ধারণা করা হচ্ছিল যে প্রথম বিশ্ব যুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরষ্কার জিতবে। কিন্তু চলচ্চিত্রটি যেসব পুরস্কার জিতেছে তার সবকটিই কারিগরি ক্যাটাগরিতে।

আরো পড়তে পারেন:

প্যারাসাইট সিনেমার দুই চরিত্র কি-জুং এবং কি-উ অন্য কারো ইন্টারনেট সংযোগ থেকে ওয়াইফাই সংযোগ পাওয়ার চেষ্টা করছে।

ছবির উৎস, CURZON

ছবির ক্যাপশান, প্যারাসাইট সিনেমার দুই চরিত্র কি-জুং এবং কি-উ অন্য কারো ইন্টারনেট সংযোগ থেকে ওয়াইফাই সংযোগ পাওয়ার চেষ্টা করছে।

প্যারাসাইটের নির্মাতা বং জুন-হো একই সাথে সেরা নির্মাতা এবং সেরা মৌলিক চিত্রনাট্যের জন্যও পুরস্কার জিতেছেন।

চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে প্রচলিত সামাজিক অবস্থার চিত্রকে ব্যঙ্গ করে যেখানে দুটি আলাদা শ্রেণীর দুটি পরিবারের মধ্যে তুলনা করা হয়েছে। এদের মধ্যে একটি পরিবার দরিদ্রতার মধ্যে বহুতল ভবনের বেজমেন্ট বা মাটির নিচের তলায় ছোট একটি ফ্ল্যাটে বাস করে। অন্যটি ধনী পরিবার যারা বড় একটি বিলাসবহুল বাড়িতে বাস করে।

আর চলচ্চিত্রটি এমন একটি পুরস্কার জিতেছে যা এর আগে অন্য কোন সাবটাইটেলযুক্ত চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কারের ৯২ বছরের ইতিহাসে জিততে পারেনি।

পুরস্কার সংগ্রহ করেন প্রযোজক কোয়াক সিন-অ্যা। তিনি বলেন: "আমি বাকরুদ্ধ। আমরা কখনো ভাবিনি যে এটা সম্ভব। আমার মনে হচ্ছে যে, ইতিহাসের কালোচিত ঘটনাটি এখন ঘটছে।"

এ বছর সবচেয়ে বেশি পুরস্কার যারা জিতেছেন

•প্যারাসাইট-৪

•১৯১৭-৩

•ফোর্ডস ভার্সেস ফেরারি-২

•জোকার-২

•ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড-২

রাজনীতি টেনেছেন ব্র্যাড পিট

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন পিট।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন পিট।

অভিনয়ের জন্য নিজের ক্যারিয়ারের প্রথম অস্কার জিতেছেন পিট। কুয়েন্টিন টারানটিনোর চলচ্চিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি।

এবার অস্কারের আসরে প্রথম পুরস্কার জয়ী তিনি এবং এর পরে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন বিচার প্রক্রিয়া যেভাবে শেষ হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তিনি উদ্ধৃতি দিয়ে বলেন যে, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন যাতে সাক্ষী দিতে না পারেন তার পক্ষে রিপাবলিকানরা ভোট দিয়েছেন।

"তারা আমাকে বলেছে যে আমি ৪৫ সেকেন্ড বক্তব্য দেয়ার সুযোগ পাবো, এই সপ্তাহে সেনেট জন বল্টনকে যে সময় দিয়েছিলো এটা তার চেয়ে ৪৫ সেকেন্ড বেশি," তিনি বলেন। "আমি ভাবছি যে কুয়েন্টিন হয়তো এ নিয়ে একটি চলচ্চিত্র বানাবে যেখানে প্রাপ্তবয়স্করা শেষমেশ ঠিক কাজটি করবে।"

এর পর রাজনীতি থেকে সরে এসে নিজের জীবন নিয়ে কথা বলেন ৫৬ বছর বয়সী এই অভিনেতা। তিনি সহ-অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে শ্রদ্ধা জানান এবং হলিউডে তার তারকা খ্যাতি পাওয়ার সফর নিয়ে কথা বলেন।

"আমি ফিরে তাকাতে পছন্দ করি না কিন্তু এটা আমাকে সেটাই করতে বাধ্য করছে," আবেগাপ্লুত হয়ে তিনি একথা বলেন।