ইরানে বিমান বিধ্বস্ত, ১৭৬ জন যাত্রী ও ক্রুয়ের সবাই নিহত

বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ

ইউক্রেন বলছে, ইরানে বিধ্বস্ত যাত্রীবাহী বিমানটির কোন আরোহীই জীবিত নেই।

অন্তত ১৭৬ জন যাত্রী নিয়ে ইউক্রেনের এই বিমানটি তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটি তেহরান থেকে কিয়েভ যাচ্ছিল।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা ভাসিল কিরিলিচ ইন্টারফ্যাক্স-ইউক্রেন বার্তা সংস্থাকে বলেছেন, বিমানটিতে থাকা সব যাত্রী এবং ক্রুদেরই মৃত্যু হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ভাদিম প্রিস্তাইকো নিহত যাত্রীদের একটি তালিকা দেন।। এদের মধ্যে:

  • ইরানের ৮২ জন
  • ক্যানাডিয়ান ৬৩ জন
  • ইউক্রেনের ১১ জন (ক্রু সহ)
  • সুইডেনের ১০ জন
  • আফগানিস্তানের ৪ জন
  • ব্রিটেনের ৩ জন
  • জার্মানির ৩ জন
ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এই ফ্লাইটটি কিয়েভে যাচ্ছিল বলে খবর (ফাইল চিত্র)

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এই ফ্লাইটটি কিয়েভে যাচ্ছিল বলে খবর (ফাইল চিত্র)

তেহরানে অবস্থিত ইউক্রেন দূতাবাস বলেছে, বিমানের ইঞ্জিন বিকল হয়ে যাবার কারণেই এই দূর্ঘটনা ঘটেছে। এর সাথে সন্ত্রাসী কাজের কোন সম্পর্ক নেই।

যে জায়গাটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

তেহরানে অবস্থিত ইউক্রেন দূতাবাস বলেছে, বিমানের ইঞ্জিন বিকল হয়ে যাবার কারণেই এই দূর্ঘটনা ঘটেছে। এর সাথে সন্ত্রাসী কাজের কোন সম্পর্ক নেই।

আরো খবর: