ঢাকার ব্যস্ত সড়ক থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

ছবির উৎস, Getty Images
ঢাকার এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ব্যস্ত রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে।
নির্যাতিত ছাত্রীটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।
বিবিসিকে তিনি বলেন, রবিবার সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। উদ্দেশ্য একসাথে পরীক্ষার প্রস্তুতি নেবেন।
সন্ধ্যা ৭টার দিকে তিনি কুর্মিটোলা এলাকায় বাস থেকে নামেন।

ছবির উৎস, ঢামেকের ফেসবুক পাতা থেকে নেয়া।
আরও পড়তে পারেন:
সেখান থেকেই অজ্ঞাত এক ব্যক্তি তার মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়।
ঘটনার আকস্মিকতায় সেখানেই জ্ঞান হারান ছাত্রীটি।
নির্যাতনের এক পর্যায়ে জ্ঞান ফিরে পান তিনি এবং আবার জ্ঞান হারান।
রাত ১০টার দিকে জ্ঞান ফেরে তার এবং তিনি তার বান্ধবীর সাথে যোগাযোগ করে হাসপাতালে পৌঁছান।
এ ঘটনায় একটি মামলায় দায়েরের প্রস্ততি চলছে।








