হোলি আর্টিজান হামলা মামলার রায় ২৭শে নভেম্বর

হোলি আর্টিজান বেকারি

ছবির উৎস, হোলি আর্টিজান বেকারি

ছবির ক্যাপশান, হোলি আর্টিজান বেকারি

ঢাকার গুলশানে হোলি আর্টিজান হামলার রায় ঘোষণার জন্য ২৭শে নভেম্বর তারিখ ঠিক করেছে ঢাকার একটি আদালত।

রাষ্ট্রপক্ষ ও আসাম পক্ষের শুনানি শেষে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল এই তারিখ নির্ধারণ করেন।

২০১৬ সালের পহেলা জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দুইজন পুলিশ সদস্যসহ ২২ জন নিহত হন। অভিযানে পাঁচ জঙ্গিও নিহত হয়।

নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন বিদেশি নাগরিক।

আরো পড়ুন:

ভিডিওর ক্যাপশান, বাংলাদেশে জঙ্গিবাদের ইতিহাসে সবচেয়ে বড় হামলা হলো ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে।

হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার দু বছর পর ২০১৮ সালের ২৩শে জুলাই আট জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ।

মামলার তদন্তে ঘটনার সাথে মোট একুশ জন জড়িত ছিলো বলে তথ্য পেয়েছে পুলিশ এবং এর মধ্যে ঘটনার দিন ও পরে তেরজনই বিভিন্ন অভিযানে নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

এ ঘটনায় ২১জনের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও তাদের মধ্যে ১৩ জন বিভিন্ন অভিযানে নিহত হলে তাদের অব্যাহতি দেয়া হয়। ২৬শে নভেম্বর অভিযোগপত্র গঠন করে আদালত।

এরপর মামলার শুনানি শুরু হয়। এ পর্যন্ত মামলায় মোট ১১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।