বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা: আওয়ামী লীগ সরকারবিরোধী ক্ষোভ ঠেকাতে তৎপর

আবরার ফাহাদ, প্রতিবাদ,

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বিক্ষোভকারীদের মশাল মিছিল
    • Author, কাদির কল্লোল
    • Role, বিবিসি বাংলা, ঢাকা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার ঘটনা ক্ষমতাসীন আওয়ামী লীগ বা সরকারকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বলে দলটির নেতাদেরই অনেকে মনে করেন।

বিশ্লেষকরা বলেছেন, বুয়েটের হত্যাকাণ্ডের এই ঘটনায় ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর যে নৃশংস চেহারা ফুটে উঠেছে, সে জন্য আওয়ামী লীগকেই একটা রাজনৈতিক মূল্য দিতে হবে।

কতটা মূল্য দিতে হতে পারে - সেই প্রশ্ন দলটির ভেতরেও রয়েছে।

তবে আওয়ামী লীগের নেতারা বলেছেন, ছাত্রলীগ বা রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে অভিযুক্ত বা সন্দেহভাজনদের প্রত্যেককে আইনের আওতায় আনা হয়েছে এবং এই বিষয়গুলো মানুষ বিবেচনা করবে বলে তারা মনে করেন।

আরো পড়ুন:

ফেসবুকে প্রকাশ করা আবরার ফাহাদের একটি সেলফি

ছবির উৎস, ABRAR FAHAD/FACEBOOK

ছবির ক্যাপশান, ফেসবুকে প্রকাশ করা আবরার ফাহাদের একটি সেলফি

বুয়েটের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনার যে ভয়াবহ বর্ণনা বা তথ্য-প্রমাণ প্রকাশ হয়েছে, তা দেশজুড়ে নাড়া দিয়েছে।

আওয়ামী লীগের নেতাদের অনেকে মনে করেন, ঘটনাটি সারাদেশে শিক্ষার্থী অর্থাৎ তরুণ প্রজন্মের পাশাপাশি অভিভাবকদের প্রভাবিত করছে। ফলে সমাজের একটা বড় অংশের মাঝে সংগঠন হিসেবেই ছাত্রলীগের প্রতি একটা নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

বিশ্লেষকদের অনেকে মনে করেন, পরিস্থিতির জন্য দিনশেষে আওয়ামী লীগকেই চড়া দাম দিতে হতে পারে।

তবে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কথা বলে মনে হয়েছে, পরিস্থিতি যাতে সরকারবিরোধী ক্ষোভ জোড়ালো না হয় বা অন্য কোন দিকে মোড় না নেয়, সেই চিন্তা থেকে সরকার বুয়েটের ঘটনা দ্রুত সামাল দিতে চায়।

আর সেজন্য সরকার তাদের পদক্ষেপগুলো দৃশ্যমান করছে।

আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং মন্ত্রী ড: আব্দুর রাজ্জাক বলছিলেন, রাজনৈতিক মূল্য দিতে হতে পারে, এটি বিবেচনায় নিয়েই তারা সন্দেহভাজনদের সাথে সাথে ছাত্রলীগ থেকে বহিস্কার করাসহ রাজনৈতিক এবং আইনগত সব ব্যবস্থা তারা নিচ্ছেন।

বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট।
ছবির ক্যাপশান, বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট।

জনগণ তাদের পদক্ষেপগুলো বিবেচনা করবে বলে তারা মনে করেন।

"অবশ্যই আমাদের রাজনৈতিক মূল্য দিতে হবে। তবে এই ঘটনাটি আমাদের সরকার বিশেষ করে সরকার প্রধান শেখ হাসিনা যেভাবে কঠোর হস্তে এটাকে বিচারের মুখোমুখি করার চেষ্টা করছেন, সেটিও কিন্তু মানুষ দেখছে যে উনি চোখ বুজে থাকেন নাই, ধামাচাপা দেয়ার চেষ্টা করেন নাই।"

"আমাদেরও হয়তো কিছুটা দূর্বল দিক থাকতে পারে। কিন্তু আমরা কিভাবে এটিতে পদক্ষেপ নিচ্ছি, সেটিও কিন্তু মানুষ বিবেচনা করবে। তারা যদি বুঝে যে, আমরা সততার সাথে এটা মোকাবেলা করছি। তাহলে আমাদের অত বেশি মূল্য দিতে হবে না। এবং মানুষ সেটা বুঝবে।"

সেই ২০১২ সালে পুরনো ঢাকায় দর্জি দোকানের কর্মী বিশ্বজিৎ দাসকে প্রকাশ্যে দিন-দুপুরে কুপিয়ে হত্যার ঘটনাসহ বিভিন্ন সময়ে ছাত্রলীগের অনেক কর্মকাণ্ড আওয়ামী লীগকে প্রশ্নের মুখে ফেলেছে।

সর্বশেষ বুয়েটে শিক্ষার্থীকে হত্যার ঘটনারও সবকিছুই প্রকাশ পাচ্ছে, এখানেও ধামাচাপা দেয়া সুযোগ নেই। ফলে ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে মানুষের মাঝে যে ক্ষোভ তৈরি হয়েছে, সেটা আওয়ামী লীগ নেতৃত্ব বিবেচনা করছেন।

আর সেই প্রেক্ষাপটে পরিস্থিতি সামাল দেয়ার জন্য বুয়েটে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি নমনীয় থেকে সন্দেহভাজনদের দ্রুত বিচারের মুখোমুখি করার চেষ্টাকে সরকারের পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে।

বন্দরনগরী চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের একজন নেত্রী শামিমা হারুন লুবনা বলছিলেন, তৃণমূলে তারা মনে করেন যে আওয়ামী লীগ বা সরকার যে অভিযুক্তদের পক্ষ নেয়নি, সে বিষয়টি তাদের দলের ভাবমূর্তি রক্ষা করবে।

"আওয়ামী লীগ কি অভিযুক্তদের প্রশ্রয় দিচ্ছে? আমরা কি তাদের পাশে থাকার কথা বলছি? সেটা যদি বলতাম, তাহলে আওয়ামী লীগকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ ছিল। কিন্তু আমাদের নেত্রী সেই সুযোগ রাখেননি।"

Skip YouTube post
Google YouTube কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of YouTube post

কিছুদিন আগেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে চাঁদা দাবি করার অভিযোগে ছাত্রলীগে সভাপতি ও সাধারণ সম্পাদককে সরিয়ে দেয়া হয়েছে।

ক্যাসিনো বিরোধী অভিযানে যুবলীগের অনেকে ধরা পড়েছেন।

এর রেশ কাটতে না কাটতেই বুয়েটে শিক্ষার্থীকে হত্যার ঘটনায় সেখানকার ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ এসেছে।

যদিও আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়টি তুলে ধরছেন। একইসাথে এমন সব ঘটনার ক্ষেত্রে ব্যর্থতার প্রশ্নও উঠছে দলটিতে।

আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেত্রী সাগুফতা ইয়াসমিন বলছিলেন, নতুন লোক নেয়ার ক্ষেত্রে আরও সজাগ থাকার বিষয়টি আবারও তাদের আলোচনায় এসেছে।

"যে দলটা স্বাদীনতা এনেছে, তারা আদর্শ বিচ্যূত হয়নি। কিন্তু আমার এলাকায় ধরে নেন যে, ছাত্রলীগের ১০০জন সদস্য আছে, তার মধ্যে পাঁচজন হয়তো খারাপ। তারা ছাত্রলীগের জন্য নয়। তারা হয়তো পরিবার থেকে সঠিক শিক্ষা পায়নি। এখন পরিবার পর্যন্ত যাচাই করে দলে লোক নেয়া এটা খুবই কঠিন।"

"এখন এতবড় একটা দলে কোথাও ভুল মানুষ ঢুকে যেতে পারে, সে ব্যাপারও এখন দল সচেতন হচ্ছে।"

আওয়ামী লীগ নেতারা বলেছেন, এখন বুয়েটের ঘটনার প্রেক্ষাপটে দলটির এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের রাজনৈতিক বক্তব্য দেয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। যাতে অন্য কোন ইস্যু সৃষ্টির সুযোগ না থাকে।

বিবিসি বাংলায় আরো পড়ুন: