ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় লাইব্রেরি: ৬০ বছর পর বই ফেরত দিলেন এক সাবেক ছাত্র

ছবির উৎস, CAMBRIDGE UNIVERSITY LIBRARY
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ৬০ বছর পর ফেরত পেলো একটি বই।
কালচার এন্ড সোসাইটিস অফ আফ্রিকা নামের ওই বইটি ওই লাইব্রেরি থেকে নেয়া হয়েছিলো।
এখন লাইব্রেরি কর্তৃপক্ষ জরিমানা মওকুফের অঙ্গীকার করেছে।
বর্তমান সময়ের হিসেবে সপ্তাহে দেড় পাউন্ড হিসেবে জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৭শ পাউন্ড।
গনভিল অ্যান্ড কেইউস কলেজের একজন সাবেক ছাত্র বুধবার বইটি ফেরত দিয়েছেন।
পরে সেটি নিয়ে যাওয়া হয় মূল বিশ্ববিদ্যালয় অর্থাৎ ক্যামব্রিজের লাইব্রেরিতে।
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of X post
এক টুইট বার্তায় লাইব্রেরি কর্তৃপক্ষ লিখেছে, "বেটার লেট দ্যান নেভার"।
একই সাথে জরিমানা মওকুফের কথাও উল্লেখ করেছে তারা।
তারা বলছে, "হয় এটা একটি অসাধারণ বই অথবা তিনি খুবই ধীরগতির একজন পাঠক"।
তবে একজন মুখপাত্র বলছেন এটি ঠিক পরিষ্কার নয় যে ওই শিক্ষার্থী এই দীর্ঘ সময় ধরে বইটি ভুলবশত নাকি ইচ্ছাকৃত নিজের কাছে রেখে দিয়েছিলেন।
তবে লাইব্রেরি সিস্টেমে এখনো বইটিকে নিখোঁজ দেখাচ্ছে।
বইটি ক্যাটালগ শাখায় দেয়া হয়েছে এবং তারাই শিগগির বইটিকে তালিকাভুক্ত করে নির্ধারিত জায়গায় রাখবেন।
আরো পড়ুন:








