সাকিব আল হাসান: খেলা চলার মধ্যেই মাঠে ঢুকে বাংলাদেশ টেস্ট অধিনায়ককে ফুল দিতে তরুণের কাণ্ড

সাকিব আল হাসান

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বেন স্টোকসকে আউট করার পর এভাবে উদযাপন করেছিলেন সাকিব আল হাসান

চট্টগ্রামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে নিরাপত্তা বেষ্টনি টপকে সাকিব আল হাসানকে অভিবাদন জানাতে মাঠে প্রবেশ করায় এক যুবককে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মাঠে উপস্থিত কয়েকজন বিবিসি বাংলাকে জানিয়েছেন, প্রথম সেশনের মাঝামাঝি সময়ে সাকিবের বোলিংয়ের সময় পূর্ব গ্যালারির কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এক সমর্থক মাঠে ঢুকে পড়েন।

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে কাজ করা সুব্রত সাহা জানান, "মাঠে ঢুকে সাকিবের কাছে গিয়ে বেশ নাটকীয় ভঙ্গিমায় সাকিবকে স্যালুট দেন ঐ তরুণ।"

"এরপর হাটু গেড়ে বসে প্রেম নিবেদন করার ভঙ্গিতে সাকিব আল হাসানকে ফুল দিতে চান তরুণ।"

আরো পড়তে পারেন:

Skip X post
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post

পরিস্থিতিতে বিব্রত হয়ে বেশ কয়েকবার সাকিব ফুল নিতে অস্বীকৃতি জানান, তবে শেষপর্যন্ত ফুল হাতে নেন।

মিনিটখানেকের মধ্যেই মাঠে নিরাপত্তা কর্মকর্তারা এবং ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা গিয়ে ঐ ব্যক্তিকে মাঠ থেকে বের করে নিয়ে যান।

এই ঘটনায় চার-পাঁচ মিনিট বন্ধ থাকার পর আবারও খেলা শুরু হয়।