টেক্সাসে বন্দুক হামলা: চার সপ্তাহের মধ্যে আবার বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত

পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে আর ১৬জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে পুলিশের কর্মকর্তাও রয়েছেন।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে আর ১৬জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে পুলিশের কর্মকর্তাও রয়েছেন।

যুক্তরাষ্ট্রের রাজ্য টেক্সাসে আবার একটি গণ গুলিবর্ষণের ঘটনায় অন্তত পাঁচজন নিহত আর অনেকে আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওডেসা আর মিডল্যান্ড শহরের মধ্যে গাড়ি চালানোর সময় অন্তত একজন বন্দুকধারী মানুষজনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে।

পুলিশ বলছে, শ্বেতাঙ্গ একজন সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু পলাতক আরো একজন সন্দেহভাজনের ব্যাপারে তদন্ত চলছে বলে জানা যাচ্ছে।

কিন্তু এই হামলার কোন কারণ এখনো জানা যায়নি।

পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে আর ১৬জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে পুলিশের কর্মকর্তাও রয়েছেন।

আরো পড়ুন:

হতাহতদের এলোপাথাড়ি গুলি করা হয় বলে বলে পুলিশ জানিয়েছে

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, হতাহতদের এলোপাথাড়ি গুলি করা হয় বলে বলে পুলিশ জানিয়েছে

ঠিক চার সপ্তাহ আগে টেক্সাসের আরেকটি শহর এল পাসোতে একজন বন্দুকধারীর হামলায় ২২জন নিহত আর ২৪ আহত হয়েছিল।

পুলিশ জানিয়েছে, শনিবারের ওই হামলা শুরু হয়, যখন মিডল্যান্ড মহাসড়কে একটি গাড়ি থামাতে যান পুলিশের কর্মকর্তারা।

তখন ওই গাড়ির চালক পুলিশকে লক্ষ্য করে গুলি করতে শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের ডাক সেবা বিভাগের একটি ভ্যান গাড়ি চুরি করে চালাতে শুরু করে এবং মানুষজনকে এলোপাথাড়ি গুলি করতে থাকেন।

তবে ওডেসার একটি সিনেমা হলের সামনে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত হন।

বিবিসি বাংলার অন্যান্য খবর: