ধর্ষণ: চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

তরুণীটিকে তারই এক পূর্বপরিচিত চাকরি দেয়ার কথা বলে শ্যামলী এলাকার এক অফিস-কাম-বাসায় নিয়ে যায়।
ছবির ক্যাপশান, তরুণীটিকে তারই এক পূর্বপরিচিত চাকরি দেয়ার কথা বলে শ্যামলী এলাকার এক অফিস-কাম-বাসায় নিয়ে যায়।

চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী, এমন অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে।

গত মঙ্গলবার ঢাকার শ্যামলী এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার এ নিয়ে শেরেবাংলা থানায়একটি মামলা হলে, পুলিশ রাতে শ্যামলী এলাকায় একটি অভিযান চালায়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিটিই এই ধর্ষণ মামলার মূল অভিযুক্ত বলে পুলিশ জানাচ্ছে।

তাকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে বলেও পুলিশ উল্লেখ করেছে।

ধর্ষণের শিকার তরুণীর একজন সহপাঠীর সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা।

তিনি জানিয়েছেন, তরুণীটি এখনো প্রচন্ড ট্রমার মধ্যে আছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম মামলার এজাহারের বরাত দিয়ে বিবিসি বাংলাকে বলেন, তরুণীটিকে তারই এক পূর্বপরিচিত চাকরি দেয়ার কথা বলে শ্যামলী এলাকার এক অফিস-কাম-বাসায় নিয়ে যায়।

সেখানে ঘরোয়াভাবে শুধুমাত্র ওই তরুণীটির জন্যই একটি চাকরির সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

সেখানেই তরুণীটিকে ধর্ষণ করে একাধিক ব্যক্তি।

(এই প্রতিবেদনটিতে এর আগে আমরা লিখেছিলাম তরুণীটি একটি অনলাইন বিজ্ঞাপন দেখে চাকরির সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন। কিন্তু তথ্যটি সঠিক ছিল না। অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য আমরা দুঃখিত।)

আরো পড়তে পারেন: