ওয়েলসে বক্সিংয়ে শিখ ও মুসলিমদের দাড়ির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে যাচ্ছে

ওয়েলসে অ্যামেচার বক্সিংয়ে একটি নিয়ম ছিল যে বক্সিং খেলায় বক্সারদের অবশ্যই দাড়ি কামিয়ে খেলতে হবে - যেই নিয়ম প্রত্যাহার করা হচ্ছে বলে জানানো হয়েছে।
অ্যারন সিং, যিনি একজন শিখ বক্সার, এই নিয়ম পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন।
তিনি এর আগে দাড়ির ওপর নিষেধাজ্ঞা থাকার নিয়মের প্রতিবাদ করে বলেন, "এটা বৈষম্য তৈরি করে।"
ওয়েলসের অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশন তার এই বক্তব্য আমলে নেয়।
তারা জানান, এই নিয়ম পহেলা অগাস্ট থেকে পরিবর্তন করা হবে।
কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ২০ বছর বয়সী ছাত্র অ্যারন অনেক সময় রিংয়ে নামতে পারেননি দাড়ি থাকার কারণে।
শিখ ধর্ম অনুযায়ী, দাড়ি সৃষ্টিকর্তার পুরষ্কারস্বরুপ, যা ফেলে দেয়া নিষেধ এই ধর্মে।
মি. সিং, যিনি ইস্ট মিডল্যান্ডস থেকে এসেছেন, বিবিসিকে বলেন এটা একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন।
"আমার অ্যামেচার ক্যারিয়ার শুরু হচ্ছে, এটা না হলে আমি শুরু করতে পারতাম না, আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি যা বলেছি সেটা তারা আমলে নিয়েছে এবং আক্ষরিক অর্থে পরিবর্তন এনেছে।"
ওয়েলসের অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশন প্রধান ডেরেক ম্যাকঅ্যান্ড্রু বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন, বোর্ড থেকে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা নতুন ঘরোয়া মৌসুম শুরু হলে প্রয়োগ করা হবে।
কর্তৃপক্ষ তাদের এক বিবৃতিতে বলে, আইনি পরামর্শ নিয়েই এই পরিবর্তন আনা হয়েছে, যার জন্য তারা আন্তর্জাতিক রেগুলেটরির সাথেও আলোচনা করে এবং এটার অভ্যন্তরীন একটি পর্যালোচনা করা হয়।
এছাড়া ইংলিশ বক্সিং ফেডারেশনও শিখ ও মুসলিমদের জন্য এই নিষেধাজ্ঞায় শিথিলতা আনে।








