আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯: ভারত কি নিউজিল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে?
নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিশ্বকাপ যাত্রা উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে এখন পর্যন্ত ।
ভারতের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ছাড়া ৫ ম্যাচ জয় নিয়ে শুরু করে নিউজিল্যান্ড।
সেখানেই সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখে কেইন উইলিয়ামসের দল।
কিন্তু শেষ দিকে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে হেরে যায় তারা।
পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানে অল আউট হয়ে যাওয়ায় নেট রান রেটে যে পিছিয়ে পড়ে সেটা আর গুছিয়ে উঠতে পারেনি।
শেষ পর্যন্ত নেট রান রেটের হিসেবেই নিউজিল্যান্ড সেমিফাইনালে ওঠে।
ক্রিকেট বিশ্বকাপের কিছু খবর:
এই বিশ্বকাপে সবচেয়ে কম রান করা দলগুলোর একটি নিউজিল্যান্ড।
৩৪৪ ওভার ব্যাট করে ১৬৭৪ রান তুলেছে এই টুর্নামেন্টে।
আবার রান দেয়া ও করার হিসেবে, নিউজিল্যান্ড যে রান তুলেছে তার চেয়ে বেশি রান দিয়ে সেমিফাইনালে ওঠা একমাত্র দলও নিউজিল্যান্ড।
১৬৭৪ রানের বিপরীতে নিউজিল্যান্ডের বোলাররা দিয়েছে ১৮৬৮ রান।
অপরদিকে ভারত পুরো টুর্নামেন্ট জুড়ে ফেভারিটের মতোই খেলেছে।
৯ ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে ভারত, স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে।
রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট তালিকার এক নম্বরে ভারত।
ব্যাটে ভারতের রান এসেছে ২২৬০, বোলাররা রান দিয়েছে ১৯৯৮।
মূলত রোহিত শর্মার ব্যাটেই ভারত টুর্নামেন্টে এমন দাপট দেখিয়েছে।
৮ ম্যাচে ৬৪৭ রান তুলেছেন তিনি, এখন আছেন টুর্নামেন্টের ব্যাটসম্যান তালিকার এক নম্বরে।
ভারতের হয়ে এই বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ভিরাট কোহলি আছেন টুর্নামেন্ট তালিকায় নয় নম্বরে।
প্রথম সেমিফাইনালে যাদের দিকে নজর রাখবেন
কেইন উইলিয়ামসন
অধিনায়ক, নিউজিল্যান্ড ক্রিকেট দল
টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহকদের তালিকার দিকে তাকালে উইলিয়ামসনের রান খুব বেশি মনে নাই হতে পারে, তবে তিনি যে রান করেছেন সেটায় নিউজিল্যান্ড দল বিপদ থেকে মুক্তি পেয়েছে বেশ কয়েকবার।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটে জয় ছাড়া নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি আর তেমন বলার মতো রান করতে পারেনি।
এরপরই হাল ধরেন উইলিয়ামসন, আফগানিস্তানের বিপক্ষে ৭৯, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৬ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৮ রান তোলেন নিউজিল্যান্ডের অধিনায়ক।
মূলত প্রথম পাঁচ ম্যাচের জয়ই নিউজিল্যান্ডকে সেমিফাইনালে উঠতে সাহায্য করে।
জসপ্রিত বুমরাহ
বোলার, ভারত ক্রিকেট দল
জসপ্রিত বুমরাহ এখন ভারতের পেস বোলিং আক্রমণের নেতৃত্ব দেন।
এই বিশ্বকাপেও তার ব্যতিক্রম ঘটেনি।
৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে চার নম্বর সর্বোচ্চ উইকেট শিকারী এখন বুমরাহ।
সেরা পাচঁজন বোলারের মধ্যে সবচেয়ে কম ইকোনমি রেট তার, ৪.৪৮।
ইনিংসের শুরু ও শেষে বুমরাহ'র স্পেলে অনেক সময় ম্যাচের গতিপথ নিয়ন্ত্রিত হয়ে থাকে।
পরিসংখ্যান
ভারত বনাম নিউজিল্যান্ড
মুখোমুখি ১০৬ ম্যাচ
ভারত জয়ী ৫৫
নিউজিল্যান্ড জয়ী ৪৫
বিশ্বকাপে মুখোমুখি ৭ ম্যাচ
নিউজিল্যান্ড জয়ী ৪
ভারত জয়ী ৩