বরগুনা হত্যাকাণ্ড: রিফাত হত্যা মামলার আরেক অভিযুক্ত গ্রেফতার

ছবির উৎস, ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশের বরগুনায় স্ত্রীর সামনে প্রকাশ্যে স্বামী রিফাত শরীফ নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলার অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, "বুধবার রাত ২টা ৩৫ মিনিটের দিকে মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে গ্রেফতার করা হয়।"
তবে তাকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তা তিনি বলেননি। "তদন্তের স্বার্থে এ ধরণের কোন তথ্য জানানো যাচ্ছে না," জানান তিনি।
এদিকে গতকালই এই মামলার প্রধান অভিযুক্ত সাব্বির আহমেদ নয়ন, যিনি 'নয়ন বন্ড' নামে পরিচিত তিনি পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন।
আরো পড়ুন:
২৬শে জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।
সামাজিক মাধ্যমে এ ঘটনার ভিডিও প্রকাশিত হবার পর বিষয়টি নিয়ে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়।
পরে নয়ন বন্ড, রিফাত ফরাজীসহ ১২জনের বিরুদ্ধে ২৭ জুন হত্যা মামলা দায়ের করেন রিফাত শরীফের বাবা মো. আব্দুল হালিম দুলাল শরীফ।
তারই প্রেক্ষিতে আসামিদের ধরতে অভিযান শুরু করে পুলিশ।








