আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯: যে কারণে ভারত-ইংল্যান্ড ম্যাচ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ
ইংল্যান্ড ও ভারত মুখোমুখি হচ্ছে এজবাস্টনে।
এই মাঠেই ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ দুদিন পরে।
তবে বাংলাদেশ দল এখন এজবাস্টনেই অবস্থান করছে, অনুশীলনও শুরু করে দিয়েছে।
মূলত বাংলাদেশ ২রা জুলাই এজবাস্টনের মাঠে নামলেও, আজ সবার নজর থাকবে এই খেলার দিকে।
কারণ এখানে ইংল্যান্ড হেরে গেলে বাংলাদেশ আরো নির্ভার হতে পারবে।
তবে ইংল্যান্ডের হার যথেষ্ট নয়, ভারতের সাথে জয় পেলেই ইংল্যান্ডের আজকের হারের মাহাত্ম্য বাড়বে বাংলাদেশ দলের জন্য।
ইংল্যান্ড যদি আজকের ম্যাচটি হেরে যায়, সাথে নিউজিল্যান্ডের বিপক্ষেও হারে আর বাংলাদেশ যদি শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে জয় পায় সেটাই যথেষ্ট হবে।
কিন্তু ইংল্যান্ড যদি যে কোনো একটি ম্যাচে জয় পায় ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে, সেক্ষেত্রে দুটো ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে।
বাংলাদেশের দুটো ম্যাচের একটি ২রা জুলাই ভারতের বিপক্ষে, ৫ই জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে।
আরো পড়ুন:
ভারত ও ইংল্যান্ডের শক্তিমত্তার পার্থক্য
ভারত এই মুহূর্তে বিশ্বকাপের একমাত্র দল যারা একটি ম্যাচও হারেনি।
মাত্র ৬ ম্যাচেই ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শক্তিশালী স্থানে আছে দলটি।
রোহিত শর্মা, বিরাট কোহলির ব্যাটিংয়ের সাথে শক্তিশালী বোলিং লাইন আপ ভারতকে দল হিসেবে কঠিন করে তুলেছে।
কিন্তু এই দলটিরও দুর্বলতার জায়গা রয়েছে।
ভারতের পুরো স্কোয়াডে আছেন তিনজন উইকেটকিপিং-ব্যাটসম্যান।
মাহেন্দ্র সিং ধোনি খেলছেন নিয়মিত, সাথে আছেন রিশাভ প্যান্ত ও দিনেশ কার্তিক।
কিন্তু রোহিত শর্মা, লোকেশ রাহুল ও বিরাট কোহলির পরে মিডল অর্ডার সামলাতে ধোনি ছাড়া আর কাউকে পাওয়া যাচ্ছে না।
কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছাড়া ভারত এমন কোনো শঙ্কায় পড়েনি।
ইংল্যান্ড বিশ্বকাপের শুরুটা বেশ ভালোভাবেই করে।
কিন্তু পাকিস্তানের বিপক্ষে ১৪রানের হারের পর সম্প্রতি শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হার তাদের শঙ্কায় ফেলে দেয়।
ইংল্যান্ড এই মুহূর্তে সম্পূর্ণ ব্যাটিং নির্ভর একটি দল।
বোলিংয়ে যে ফাঁক রয়েছে সেটা পূরণ করতে গিয়ে কখনো কখনো তাদের ব্যাটিংয়েও প্রভাব পড়ে।
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০০ এর বেশ নিচের টোটাল তাড়া করতে গিয়ে হেরে যায় ইংল্যান্ড।
পাকিস্তানের সাথে ৩৪৮ রান তাড়া করতে গিয়ে হেরে যায় ১৪ রানে।
তবে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান জেসন রয়ের মাঠে নামার কথা রয়েছে চোট কাটিয়ে।