ক্রিকেট বিশ্বকাপ ২০১৯: 'সাকিব সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায়'- মাইক হাসি

ক্রিকেট, সাকিব, বিশ্বকাপ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি বলেছেন সাকিব এখন বিশ্বসেরাদের কাতারে

বাংলাদেশ ক্রিকেটের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, অন্তত পরিসংখ্যান তাই বলে।

ব্যাটে ও বলে সাকিব আল হাসান তিন ফরম্যাটেই বাংলাদেশ ক্রিকেট দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন।

তবে এই বিশ্বকাপে প্রশ্ন উঠেছে, সাকিব আল হাসান কি বিশ্বসেরা কিংবদন্তী অলরাউন্ডারদের তালিকায় ঢুকে গেছেন?

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসির উত্তর, "অবশ্যই।"

ভিডিওর ক্যাপশান, মাগুরায় নিজ বাড়ির সামনে সাকিব আল হাসান

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে হাসি বলেছেন, "সাকিব আল হাসান এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারদের তালিকায় চলে এসেছেন। এই বিশ্বকাপের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।"

"কেউ অস্বীকার বা দ্বিমত করতে পারবে না যে এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ক্রিকেটার সাকিব।"

সাকিব আল হাসানকে খানিকটা অবমূল্যায়ন করা হয়েছে অনেক সময়, কিন্তু এই বিশ্বকাপে সেই ধারণা বদলে দিয়েছেন তিনি নিজেই।

একই বিশ্বকাপে ৪০০ রান ও ১০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান।

আরো পড়ুন:

ক্রিকেট, সাকিব, বিশ্বকাপ

ছবির উৎস, Daniel Berehulak

ছবির ক্যাপশান, বিশ্বকাপে ১০০০ রান ও ৩০ উইকেট পাওয়া একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান।

তবে সাকিব কি সবসময়ই সেরাদের তালিকায় ছিলেন নাকি এটা শুধু এই বিশ্বকাপ বিবেচনায়?

মুরলি কার্তিক, ভারতের সাবেক ক্রিকেটার বলেন, সাকিব শুধু যে এই বিশ্বকাপ বিবেচনায় সেরাদের তালিকায় তা নয়, সাকিব বরাবরই এক বা দুই নম্বরে আছেন অলরাউন্ডারদের তালিকায়।

"তিন ফরম্যাটেই এভাবে টানা এক বা দুইয়ে থাকা কঠিন, ক্যারিয়ার শেষে সেরা অলরাউন্ডারদের তালিকাতেই তার নাম থাকবে এটা নিশ্চিত।"

টুইটারে কে কী বলছেন

ভিভিএস লাকশমান তার টুইটারে লিখেছেন, সাকিব যেভাবে কাজ করেন সেটা আমি ভালোবাসি, এতো পাওয়ার পরেও বিনয়ী ও ভদ্র একজন ক্রিকেটার।

লাকশমান তার টুইটে সাকিবকে 'রোল মডেল' আখ্যা দিয়েছেন।

ক্রিকেট, সাকিব, বিশ্বকাপ

ছবির উৎস, টুইটার

ছবির ক্যাপশান, সাকিবের প্রশংসায় পঞ্চমুখ ভারতের সাবেক ক্রিকেটাররা

লাকশমানের এই টুইট রিটুইট করে সহমত জ্ঞাপন করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

সাকিবের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দল সানরাইজার্স হায়দ্রাবাদও শুভ কামনা জানিয়েছেন সাকিবকে।

ক্রিকেট, সাকিব, বিশ্বকাপ

ছবির উৎস, Hindustan Times

ছবির ক্যাপশান, ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লাকশমান

সাকিবের সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের সতীর্থ মনোজ তিওয়ারি তাকে বাংলাদেশের পিলার উপাধি দেন।

"বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি সাকিবের অবদান অস্বাভাবিক ভালো।"

তিওয়ারি মজা করে লেখেন, ভারত ছাড়া অন্য দলের বিপক্ষে বড় রেকর্ড গড়ো।

ক্রিকেট বিশ্লেষক ও লেখক বোরিয়া মজুমদার তার টুইটারে লেখেন, সাকিব আল হাসান এই টুর্নামেন্টের সবচেয়ে দামি ক্রিকেটার।

ক্রিকেট, সাকিব, বিশ্বকাপ

ছবির উৎস, Raihan Masud

ছবির ক্যাপশান, সাকিব আল হাসানের সাবেক সতীর্থ মনোজ তিওয়ারি

কী করেছেন সাকিব, যে এতো আলোচনা....

এই বিশ্বকাপে রান সংগ্রাহকদের তালিকায় এখনো পর্যন্ত এক নম্বরে আছেন সাকিব আল হাসান।

বিশ্বকাপের সেরা বোলিং ফিগারও সাকিবের।

আফগানিস্তানের বিপক্ষে ১০ ওভারে এক মেইডেনসহ ২৯ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন সাকিব।

মোট উইকেট সংখ্যা ১০।

বোলারদের তালিকাতেও সেরা দশে আছেন সাকিব আল হাসান।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ৫১ রান তুলেছেন, নিয়েছেন পাঁচ উইকেট।

বিশ্বকাপে এই রেকর্ড আছে কেবল ভারতের য়ুভরাজ সিংয়ের।

ক্রিকেট, সাকিব, বিশ্বকাপ

ছবির উৎস, Philip Brown

ছবির ক্যাপশান, এখনো পর্যন্ত চলতি বিশ্বকাপের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান

এই বিশ্বকাপে ১০০ রান করেছেন দুবার এবং পাচঁ উইকেট নিয়েছেন।

বিশ্বকাপে এই রেকর্ড আছে কেবল ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের ও ২০১১ বিশ্বকাপে খেলা ইয়ুভরাজ সিংয়ের।

বিশ্বকাপের সেরা অল-রাউন্ড পারফরম্যান্স ধরা হয় ১৯৯৯ সালে ল্যান্স ক্লুজনারের ২৮১ রান ও ১৭ উইকেট এবং ২০১১ সালে য়ুভরাজ সিংয়ের ৩৬২ রান ও ১৫ উইকেট।

সাকিব ইতোমধ্যেই ছাড়িয়ে গিয়েছেন সবাইকে।

বাংলাদেশের হয়ে বিশ্বকাপে পাঁচ উইকেট নেয়া একমাত্র বোলার সাকিব আল হাসান।

বিশ্ব ক্রিকেটে বিশ্বকাপে ১০০০ রান ও ৩০ উইকেট পাওয়া একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান।