আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯: বলুন কে জিতবে, কে হারবে?
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের বিভিন্ন বিভাগ থেকে ক্রিকেট বিশেষজ্ঞ, খেলাধূলার রিপোর্টার এবং কট্টর ক্রিকেট ভক্তদের নিয়ে একটি বিশেষ প্যানেল তৈরি করা হয়েছিল ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে বিভিন্ন দলের সম্ভাবনা কেমন সে নিয়ে পূর্বাভাস দেবার জন্য।
এই প্যানেলে ছিলেন বিবিসি আফগান, বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি এবং দক্ষিণ আফ্রিকা বিভাগের ক্রিকেট বিশেষজ্ঞ ও রিপোর্টাররা। তারা একযোগে মতৈক্যের ভিত্তিতে বিভিন্ন ম্যাচের ফলাফলের পূর্বাভাস দিয়েছেন।
এবারে আপনার পালা। আপনাদের জন্য শুভকামনা।
খেলা কোন বিজ্ঞান নয়। কাজেই আমাদের পূর্বাভাস যে একাধিক ক্ষেত্রে ভুল প্রমাণিত হতে পারে সে বিষয়ে আমরা পুরোপুরি সচেতন। তবে কোন্ দলের সম্ভাবনা কেমন তা নিয়ে পূর্বাভাস দেবার এই প্রক্রিয়ায় অংশগ্রহণ প্রত্যেক প্যানেলিস্টের জন্য খুবই উপভোগ্য অভিজ্ঞতা ছিল বলে তারা বলেছেন।
হয়ত আপনাদের পূর্বাভাস আমাদের থেকেও বেশি ঠিক হতে পারে।
আশা করি আপনারাও এতে যোগ দেয়া উপভোগ করবেন।